অরবিন্দ স্মরণে---আমরা বাঙালী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৫ আগস্ট ২০২৪ ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর সেনানী অগ্ণিযুগের বিপ্লবের কাণ্ডারি ঋষি অরবিন্দ ঘোষের ১৫২তম জন্মদিবসে যথাযোগ্য সম্মানের সাথে শ্রদ্ধার্ঘ্যসভার আয়োজন করা হয়েছিল ‘আমরা বাঙালী’র তরফে৷ বারাসাত, ব্যারাকপুর, কলকাতা, ত্রিপুরা সহ বাঙালীস্তান জুড়ে অরবিন্দ ঘোষের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য সভা অনুষ্ঠিত হয়৷

‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপোময় বিশ্বাস বলেন সারাদেশ জুড়ে গত ১৫আগস্ট ভারতবর্ষের (রাজনৈতিক) স্বাধীনতা দিবস মহাসমারোহে উদযাপনের ভীড়ে হারিয়ে যায় ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী অগ্ণিযুগের আন্দোলন ও ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কাণ্ডারি অগ্ণিপুরুষ ঋষি অরবিন্দ ঘোষের জন্মদিবস৷ এবছর সংঘটনের তরফে তাঁর ১৫২তম জন্মদিবস স্মরণে সমগ্র বাঙলা জুড়ে যথাযোগ্য মর্যাদা সহকারে শ্রদ্ধার্ঘ্য সভার আয়োজন করা হয়৷ প্রকাশ্য সভার মাধ্যমে ঋষি অরবিন্দ ঘোষের অবদান,দিকে দিকে গুপ্ত সমিতি গড়ে তরুণদের মধ্যে স্বাধীনতার আগুন সঞ্চার করে বিপ্লব সংঘটিত করা ও তৎকালীন বীর আত্মত্যাগী বিপ্লবী,স্বাধীনতা সংগ্রামীদের কথাও স্মরণ করে জনমানসে এক বৈপ্লবিক ভাবের সঞ্চার করা হয়৷ এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আমরা বাঙালী কেন্দ্রীয় নেতা মোহনলাল অধিকারী, প্রণতি পাল প্রমুখ