অর্ঘ্য

লেখক
পথিক

মোর জীবনের আত্মা গো তুমি

                মানস-কুসুম মধুরতা

মম, মূর্ত্ত জীবনাদর্শ গো তুমি

                পরমারাধ্য ওগো পিতা৷

প্রাণের আগুনে তুমি তাপ প্রভু

                অন্তর-নীরে শীতলতা

হৃদি চন্দনে গন্ধ তুমি গো

                মানবদেহের মানবতা৷

কৌটায় ভরা সে প্রাণ-ভোমরা

                চুরি গেলে সেই রূপকথা রাক্ষসীর            

কিছুই রহে না আর

তুমি ছাড়া প্রভু তেমনই আমার

                থাকে না কিছুই বাকী

                শূন্য জীবনাধার৷

তাই,

                হে পরমপ্রিয় চিরসখা মোর

তোমার চরণে চাহি নাকো আর কিছু---

                শুধু এ মিনতি রেখো

অনন্তকাল ধরে তুমি মোর

                জীবন পাত্রখানি

                                পূর্ণ করিয়া থেকো৷