আরও দুর্বল হল ভারতীয় পাসপোর্ট

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

আরও একটু দুর্বল হল ভারতীয় পাসপোর্ট৷ কেন সূচকে একটু নেমে গেল ভারত, সেই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা৷ তালিকায় আরও একটু নীচে নামল৷ ২০২৪ সালের জন্য ‘হেনলি পাসপোর্ট সূচক’ প্রকাশিত হয়েছে৷ তাতেই ৮৫তম স্থান পেয়েছে ভারত সরকারের দেওয়া পাসপোর্ট৷ গত বছর ৮৪তম স্থানে ছিল৷ এ বছর প্রথম স্থান অধিকার করেছে ফ্রান্সের পাসপোর্ট৷

কেন সূচকে একটু নেমে গেল ভারত, সেই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা৷ গত বছর থেকে ভারতীয় পাসপোর্টধারীরা বিনা ভিসায় ৬২টি দেশে যাতায়াত করতে পারছেন৷ ইরান, তাইল্যান্ড, মালয়েশিয়া ঘোষণা করেছে, ভারতীয় পাসপোর্টধারীদের সে দেশে প্রবেশের জন্য ভিসা লাগবে না৷ তার পরেও কেন সূচকে পতন! সূচকে ফ্রান্সের পরেই রয়েছে জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর, স্পেন৷ অন্য দিকে, গত বছরের মতো এ বছরও ১০৬ স্থানে রয়েছে পাকিস্তান৷ ভারতের মতো বাংলাদেশও সূচকে সামান্য নীচে নেমেছে৷ গত বছর তাদের স্থান ছিল ১০১৷ এ বার ১০২তম স্থান পেয়েছে তারা৷

মলদ্বীপ কিন্তু আগের মতোই সূচকে যথেষ্ট উপরের দিকে রয়েছে৷ তাদের পাসপোর্ট ভারতের থেকে বেশি শক্তিশালী৷ মলদ্বীপের পাসপোর্টধারীরা পৃথিবীর ৯৬টি দেশে ভিসা ছাড়া যাতায়াত করতে পারবেন৷

গত ১৯ বছরের নথির ভিত্তিতে প্রতি বছর ‘হেনলি পাসপোর্ট সূচক’ প্রকাশিত হয়৷ আন্তর্জাতিক বিমান পরিবহণ সংগঠন (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন)-এর নথির ভিত্তিতে ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে এই সূচক তৈরি করা হয়৷ পৃথিবীর ২২৭টি গন্তব্যে যেতে পারার বিষয়টি খতিয়ে দেখা হয়৷ যেই দেশের পাসপোর্টধারীরা বিনা ভিসায় সব থেকে বেশি দেশে যাতায়াত করতে পারে, সেই দেশের পাসপোর্ট তত শক্তিশালী৷