গত বারের বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার সবে এক বছর পূর্তি হয়েছে৷ এর মধ্যেই আর একটি বিশ্বকাপের ঘোষণা করে দিল ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা৷ ২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপ নতুন রূপে চালু হতে চলেছে৷ চার বছর অন্তর হবে এই প্রতিযোগিতা৷
এই মুহূর্তে ক্লাব বিশ্বকাপের খেলা চলছে৷ কিন্তু এখন এই প্রতিযোগিতা হয় প্রতি বছর৷ বিশ্বের পাঁচটি মহাদেশের আটটি দল এই খেলায় অংশ নেয়৷ ইয়ূরোপ ও লাতিন আমেরিকার সেরা দল খেলা শুরু করে সেমিফাইনাল থেকে৷ ক্লাব বিশ্বকাপে মঙ্গল বারই নামছে গতবারের উয়েফা চ্যাম্পিয়ান্স লিগ জয়ী ম্যাঞ্চেস্টার সিটি৷
কিন্তু ২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপ আমূল বদলে যেতে চলেছে৷ যেভাবে ফুটবল বিশ্বকাপ খেলা হয়, সেভাবেই ক্লাব বিশ্বকাপ আয়োজিত হবে৷ সৌদি আরবের জেড্ডায় ফিফার কাউন্সিল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ নতুনরূপে ক্লাব বিশ্বকাপ হবে আমেরিকায়৷ ২০২৫-এর ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা৷
ক্লাব বিশ্বকাপে এশিয়া থেকে ৪টি, আফ্রিকা থেকে ৪টি, উত্তর আমেরিকা থেকে ৪টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, ওশিয়ানিয়া থেকে ১টি ও ইয়ূরোপ থেকে ১২টি দল খেলবে৷ পাশপাশি যে দেশে প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে সেই দেশ থেকে একটি ক্লাব খেলবে৷ বিশ্বকাপের মতোই আটটি গ্রুপের প্রতিটিতে চারটি করে দল থাকবে৷ প্রথম দু’টি দল প্রি-কোয়ার্টার ফাইনালে উঠবে৷ কীভাবে যোগ্যতা অর্জন হবে তা পরে জানানো হবে৷