প্রবণী প্রাউটিষ্ট নেতা শ্রীপ্রভাত খাঁ শ্রীরামপুরে এক আলোচনায় বলেন---একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে---ভারতে ধনী দরিদ্রের আর্থিক বৈষম্য ব্রিটিশরাজের থেকেও বেশী৷ গত দশবছরের এই বৈষম্য বৃদ্ধি পূর্বের সব রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছে৷ শ্রী খাঁ বলেন মোদী সরকার ধনকুবেরদের প্রতিনিধি, সাধারণ মানুষের ব্যথাবেদনা বোঝার কথা তার নয়৷ স্বাধীনতার পর থেকেই পশ্চিমবঙ্গ দিল্লীর শাসকদের কাছ থেকে বঞ্চনার শিকার৷ মোদী রাজ কায়েম হওয়ার পর সেই বঞ্চনাতো বেড়েইছে পাশাপাশি মোদী সরকার রাজ্যের উন্নয়নের সব পথ বন্ধ করে বাঙলাকে নির্দয়ভাবে শোষণ করছে৷ এক শতাংশ মানুষের হাতে দেশের সম্পদের সিংহভাগ চলে গেছে৷ গত দশ বছরে বেকারত্ব বেড়েছে, সরকার শুধু ধনী মানুষদের আরও উন্নয়ণের দিকে নজর দিচ্ছে৷ গরীব মানুষের দিকে ফিরেও তাকায় না৷ শ্রী খাঁ বলেন এই নির্দয় শোষন নিপীড়ণ বন্ধ করতে হলে শোষিত জনগোষ্ঠীকে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের দাবী তুলে সামাজিক-অর্থনৈতিক আন্দোলনে নামতে হবে৷ এই বিষয়ে সামাজিক অর্থনৈতিক তত্ত্ব প্রাউটে সুষ্পষ্ট পথ নির্দেশনা আছে৷
প্রাউট সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক সব রকমের শোষণের বিরুদ্ধে৷ কিন্তু এই সময় মানুষের দারিদ্রই প্রধান সমস্যা৷ তাই সর্বাগ্রে অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে আন্দোলনে নামা প্রয়োজন৷ শ্রী খাঁ বলেন ---শুধু বাঙলা নয়, পৃথিবীর সমস্ত শোষিত নিপীড়িত মানুষকেই আজ আর্থিক মুক্তির আন্দোলনে নামতে হবে৷ এ ব্যাপারে প্রাউট সারা বিশ্বে ২৫০টির বেশী জনগোষ্ঠী ও ভারতে ৪৪টি জনগোষ্ঠীর শোষণমুক্তির প্রয়োজনের কথা বলেছে৷