গত ১৯শে ডিসেম্বর থেকে ২২শে ডিসেম্বর পর্যন্ত চারদিন ব্যাপী একটি প্রাউট প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বনগাঁয়৷ এই প্রশিক্ষণ শিবিরে বর্তমান সামাজিক অবক্ষয় ও আর্থিক বিপর্যয়ের কারণ বিস্তারিত আলোচনা হয় ও প্রাউটের পথেই যে সমস্যার সমাধান সম্ভব সেই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় বেশ কিছু ছাত্র-যুবককে৷ প্রশিক্ষণ শিবিরে সামাজিক- অর্থনৈতিক-রাজনৈতিক বিষয়ে বর্তমান সমস্যাগুলি তুলে ধরা হয় ও প্রাউটের দৃষ্টিতে সমাধানের পথ দেখান হয়৷
প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের দিল্লী সেক্টরের মুখ্য সচিব আচার্য সুপ্রভানন্দ অবধূত এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন৷ তাঁকে সহযোগিতা করেন আচার্য সর্বজ্ঞানানন্দ অবধূত, আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত প্রমুখ৷
মুখ্য প্রশিক্ষক ছিলেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের কেন্দ্রীয় সংগঠন সচিব আচার্য প্রসূনানন্দ অবধূত৷ আরও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আচার্য অমৃতবোধানন্দ অবধূত, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত প্রমুখ৷
আচার্য প্রসূনানন্দ অবদূত বলেন---মিশ্র অর্থনীতির যাঁতাকলে পিষ্ট হচ্ছে মানুষ৷ অথনৈতিক বিপর্যয় দেশকে খাদের কিনারায় নিয়ে চলে গেছে৷ সরকার এখন নাগরিকত্ব নিয়ে ব্যস্ত৷ পুৃজিবাদ নিয়ন্ত্রিত রাষ্ট্র ব্যবস্থা কখনোই সাধারণ মানুষের কল্যাণ করতে পারে না৷ কারণ সরকার তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হয়৷ দেশের বর্তমান সংকটের কারণও পুঁজিবাদ নির্ভর কেন্দ্রিত অর্থনীতি৷ প্রাউটের বিকেন্দ্রিত অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমেই বর্তমান সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব৷ প্রাউট-প্রবক্তা মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকার সর্বজনের হিতের কথা চিন্তা করেই অধ্যাত্মবাদ ভিত্তিক সামাজিক-অর্থনৈতিক তত্ত্ব ‘প্রাউট’ দিয়েছেন৷