আর্থিক মন্দা - করোনাই কারণ নয়

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

২রা জুন, বণিক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন—করোনা আর্থিক বৃদ্ধির হারকে কিছুটা কমিয়ে দিয়েছে৷ বাস্তব চিত্র অবশ্য অন্য কথা বলছে৷ বিভিন্ন আর্থিক সংস্থা ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা গত এক বছরের বেশী সময় ধরে ভারতে আর্থিক অধঃগতির কথা বলে আসছে৷ করোনা তখন বহুদূরে৷

আসলে নোটবন্দি জি.এস.টির  মত কিছু হটকারী সিদ্ধান্ত ও ধনকুবেরদের লক্ষ কোটি টাকা ঋণ মুকুবে সরকারের ভাঁড়ারেই টান ধরেছে৷ এইসব কারণে আর্থিক অধঃগতি মহামন্দার রূপ নিতে পারে৷ যা সরকারের আর্থিক নীতির ব্যর্থতার পরিণাম৷ করোনা বরং সরকারের মুখ লুকোবার উপায় করে দিয়েছে৷