সংবাদদাতা
পি.এন.এ.
সময়
বিখ্যাত অর্থনীতিবিদ নুরিয়েল রুবিনী ২০০৮ সালে আর্থিক সঙ্কটের পূর্বাভাস দিয়ে চর্চায় এসেছিলেন৷ তার কথা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল৷ ফের তিনি খবরের শিরোনামে উঠে এলেন আরও একটি মন্দার ভবিষ্যদ্বানী করে৷ তার মতে দীর্ঘ ও কুৎসিত মন্দা আছড়ে পড়তে চলেছে আমেরিকা সহ গোটা বিশ্বে৷ এ বছরের শেষদিকে তা শুরু হবে৷ ২০২৩ সালের জুন পর্যন্ত এই মন্দার রেশ থাকবে৷ রুবিনীর আশঙ্কা আসন্ন এই মন্দা এতটাই ভয়বহ হবে যে বহু রুগ্ণ কর্র্পেরেট সংস্থা, ব্যাঙ্ক প্রাইভেট ইকুইটি, ক্রেডিট ফান্ড ইত্যাদি নিশ্চিহ্ণ হয়ে যাবে৷ ঋণের ভারই তাদের অবলুপ্তির পথে ঠেলে দেবে৷