আগামী ১৭ই ডিসেম্বর থেকে ২১শে ডিসেম্বর পর্যন্ত মেদিনীপুর শহরে কেরানীটোলা আনন্দমার্গ সুকলে পাঁচদিনের একটি প্রাউট প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে৷ পাঁচদিনের এই শিবিরে পরম শ্রদ্ধেয় শ্রীপ্রভাতরঞ্জন সরকার (ধর্মগুরুরূপে যিনি শ্রীশ্রীআনন্দমূর্ত্তি নামে পরিচিত) প্রবর্তিত প্রগতিশীল উপযোগতত্ত্ব প্রাউটের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে৷
প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের দিল্লী সেক্টরের সচিব আচার্য সুপ্রভানন্দ অবধূত বলেন--- বর্তমান কেন্দ্রীত অর্থনীতির পক্ষে সর্বস্তরের মানুষ, সর্বজীবের তথা সর্ব অস্তিত্বের সার্বিক বিকাশ সম্ভব নয়৷ সমাজের অতিসাধারণ হত দরিদ্র মানুষের ঘরে আর্থিক নীতির সুফল পৌঁছে দিতে হলে আর্থিক কাঠামোয় আমূল পরিবর্তন আনতে হবে৷ এরজন্যে প্রাউটের বিকেন্দ্রিত অর্থনীতির নির্ভর আর্থিক পরিকাঠামো গড়ে তুলতে হবে৷ অর্থনীতির রূপায়ন ব্লকস্তর থেকে শুরু করতে হবে৷ দুইটি ধারায় পরিকল্পনা তৈরী করতে হবে৷ প্রতিটি ব্লকের নিজস্ব পরিকল্পনা থাকবে৷ পাশাপাশি বৃহৎ শিল্পের ক্ষেত্রে যেমন বিদ্যুৎ, ইত্যাদির জন্যে একাধিক ব্লক, একাধিক জেলাকে নিয়ে পরিকল্পনা গড়তে হবে৷
আচার্য সুুপ্রভানন্দ বলেন, মানবতার আর্থিক মুক্তির প্রয়াসে রত দিল্লি সেক্টরের প্রাউটিষ্ট কর্মীরা এই শিবিরে যোগ দেবেন৷ এই শিবিরে প্রাউটের মৌলিক বিষয়, সাধনা বিজ্ঞান, বর্তমান আর্থিক সমস্যা ও সমাধান, সাম্রাজ্যবাদী আগ্রাসন ও ভৌম রাজনৈতিক সংকটের সমাধান, সমাজ আন্দোলন, প্রাউটের পঞ্চমৌলিক সিদ্ধান্ত, বিকেন্দ্রিত অর্থনীতি প্রভৃতি বিষয় আলোচনা হবে৷ এছাড়া বিতর্কসভা, পথসভা শোভাযাত্রা প্রভৃতির আয়োজন আছে৷
আগরতলায় অনুষ্ঠিত হল প্রাউট প্রশিক্ষণ শিবির ঃ গত ৯ই ও ১০ই ডিসেম্বর আগরতলায় কলেজটিলা আনন্দমার্গ সুকলে প্রাউট স্টুডেন্ট ফেডারেশন ও ইয়ূথ ফেডারেশনের উদ্যোগে দু’দিনের প্রাউট প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ মুখ্য প্রশিক্ষক ছিলেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের সেক্রেটারী জেনারেল আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত৷ এছাড়াও ছিলেন প্রবীন প্রাউটিষ্ট নেতা দানীশ পাল ও গৌরাঙ্গ রুদ্রপাল৷ প্রশিক্ষকদের আলোচনায় প্রাউটের বিকেন্দ্রিত অর্থনীতির বিষয়ে ও ছাত্র-ছাত্রাদের নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব পায়৷
সম্মেলনের শেষ দিনে একটি সুসজ্জিত শোভাযাত্রা আগরতলা শহরের বিভিন্ন পথপরিক্রমা করে শকুন্তলা রোডে মিলিত হয় ও সেখানে পথসভা অনুষ্ঠিত হয়৷ পথসভায় বক্তব্য রাখেন গৌতম দেব, বিপ্লব দাস ও গীতাঞ্জলি দাস৷