ঝড় জলে প্রকৃতির দাবদাহ অনেকটাই কমেছে৷ কিন্তু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির আগুন নেভানোর কোন পথ পাচ্ছে না সরকার৷ তাই বর্ষপূর্তির উৎসবেই জনমন জয়ের উপায় খুঁজেছে মোদি সরকার৷ জি.ডি.পি নির্ভর অর্থনীতি নিয়ে আর্থিক সংস্থাগুলির পূর্বভাস মোদি সরকারের কাছে আশাব্যঞ্জক নয়৷ রিজার্ভ ব্যাঙ্কও অর্থনৈতিক সংস্থাগুলোর সঙ্গে সুর মিলিয়ে বলেছে জিডিপির হার কমবে৷ টাকার বিনিময় মূল্য সর্বকালীন অবনতি হয়েছে৷ বেকারত্বের হারও সর্বকালীন রেকর্ড ছাড়িয়ে গেছে৷ নূতন কর্ম সংস্থানের কোন পথ সরকার দেখাতে পারছে না৷
প্রবীন প্রাউটিষ্ট নেতা প্রভাত খাঁ বলেন এই জিডিপি নির্ভর অর্থনীতির সঙ্গে জনসাধারণের কোন সম্পর্ক নেই৷ জনসাধারণ তো বোঝেই না জিডিপি কি জিনিস৷ বর্তমান কেন্দ্রীত অর্থনৈতিক কাঠামোয় অর্থনীতির হাল ফেরানো সম্ভব নয়৷ এটা প্রধানমন্ত্রী ভালোই বোঝেন৷ তাই তিনি সরকারের বর্ষপূর্তি, অমৃত মহোৎসবে মেতেছেন৷ শ্রী খাঁ বলেন সরকার দৃষ্টিভঙ্গীর পরিবর্তন না করলে সাধারণ মানুষের জন্য চরম অর্থনৈতিক দুর্র্যেগ ঘনিয়ে আসবে৷