অর্থমন্ত্রীর কোপে পেনশনভোগীরা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

২০১৪ সালে মোদী প্রধানমন্ত্রীর আসনে বসেন প্রায় ষাট লক্ষ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে৷ সাত বছরে সেই বোঝা বেড়ে হয়েছে ১৯৭ লক্ষ কোটি টাকার ওপর৷ অচ্ছাদিনের আবাজ তুলে মোদী দিল্লীর সিংহাসনে বসেছিলেন৷ সেই অচ্ছা দিন সাতবছরেও আম জনতার নাগালের বাইরে৷ সরকার ইতিমধ্যেই রেল বীমা সহ বিভিন্ন সরকারী সংস্থা বেচে আয়ের পথ করছে৷ আবার ব্যায়ের বহর কমাতেও তৎপর সরকার৷ তাই কোপ পড়তে  চলেছে পেনশন ভোগীদের ওপর৷

সরকারী হিসেবে কেন্দ্রীয় সরকারী কর্মচারীর সংখ্যা ৩১.৪৩ লক্ষ৷ সশস্ত্র বাহিনীর হিসাব ধরলে সংখ্যাটা হবে প্রায় ৪৫ লক্ষ৷ বর্তমানে পেনশন ভোগীদের সংখ্যাটা ৫২ লক্ষের কাছাকাছি৷

২০২১-২২ আর্থিক বাজেটে পেনশনের খরচ ধরা হয়েছে, ১ লক্ষ ৮৯ হাজার ৩২৮ কোটি টাকা৷ ২০২০-২১ অর্থবর্ষে পেনশন দিতে খরচ হয়েছে ২ লক্ষ ৪ হাজার ৩৯৩ কোটি টাকা৷ পেনশন ভোগীদের খরচের পরিমাণ কমানোর পরিকল্পনা করেই বর্তমান আর্থিকবর্ষে পেনশন দিতে খরচ এতটা কম ধরা হয়েছে৷ অর্থাৎ বেহাল আর্থিক দশা সামলাতে এবার পেনশনভোগীদের লক্ষ্য সরকারের