জিএসটি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের সময় অর্থমন্ত্রী আর্থিক বিপর্যয়কে দৈবদুর্বিপাক বলে সব দায় ভগবানের ঘাড়ে চাপিয়ে ছিলেন মন্ত্রীর যুক্তি ছিল, করোনা জনিত দৈবদুর্বিপাকের ফলে জিএসটি থেকে রাজ্যগুলির আয় কমেছে তার দায় কেন্দ্রীয় সরকার নেবেনা রাজ্যগুলিকে ঋণ নেওয়ার প্রস্তাব দেয় এই নিয়েও কেন্দ্র রাজ্য সংঘাত বাধে, বিশেষ করে যে, সব রাজ্যে অবিজেপি দল ক্ষমতায়
তবে গত ১৪ই সেপ্ঢেম্বর সংসদে সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে অর্থনীতির অধঃগতি করোনা সংক্রমণের অনেক আগে থেকেই,জিএসটি চালুর পর থেকেই জিএসটি চালুর পর প্রথম বছরে (২০১৭-১৮) রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দিতে হয়েছিল ৪১,১৪৬ কোটি টাকা,২০১৮-এ তা বৃদ্ধি পেয়ে হয় ৬৯,২৭৫ কোটি টাকা,২০১৯-২০তে ১,২০,৪৯৮ কোটি টাকা রাজ্য সরকারগুলির দাবী, করোনার জন্যে ২০১৯-২০তে আয় কমার পরিমাণ বেড়েছে কিন্তু অর্থনীতির অধঃগতি নোটবাতিলের পর থেকেই করোনা সরকারকে মুখ লুকাবার সুযোগ দিয়েছে ভগবানের ঘাড়ে দায় চাপিয়ে তবে এদিন অর্থমন্ত্রকের পরিসংখ্যান অর্থমন্ত্রীর যুক্তিকে ধূলিসাৎ করে দিয়েছে