অর্থনৈতিক গণতন্ত্রের দাবী নিয়ে নির্বাচনে আমরা বাঙালী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ইতোমধ্যে রাজ্যে ৪দফা লোকসভা নির্বাচন পর্ব মিটেছে৷ রাজনৈতিক গণতন্ত্রের মোহ মানুষকে ভুলিয়ে দিয়েছে প্রকৃত গণতন্ত্রের স্বাদ৷ ‘আমরা বাঙালী’ ছাত্রযুব নেতা তপোময় বিশ্বাস বলেন বাঙলাতে ‘অর্থনৈতিক গণতন্ত্রে’র বাস্তবায়নের ও শোষণমুক্ত বাঙালীদের মাতৃভূমি সামাজিক অর্থনৈতিক অঞ্চল বাঙালীস্তান গঠনের দাবীতে ‘আমরা বাঙালী’ লোকসভা নির্বাচনে সাধ্য মতন প্রতিদ্বন্দ্বিতা করেছে৷

বাকি ৩ দফা নির্বাচনে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যশোজিৎ সরখেল, মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে ‘আমরা বাঙালী’ প্রার্থী সুকেশচন্দ্র পলমল প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ এছাড়াও বারাসাত লোকসভা কেন্দ্র থেকে ‘আমরা বাঙালী’ প্রার্থী ডাঃ মোহনলাল অধিকারী ও কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে ‘আমরা বাঙালী’ প্রার্থী প্রণতি পাল প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ বাঙালী অধ্যুষিত ঝাড়খণ্ডের বাঙালীদের ওপর চরমভাবে চলতে থাকা ভাষিক -সাংস্কৃতিক ও মানসিক, অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জামশেদপুর লোকসভা কেন্দ্র থেকে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে অঙ্গদ মাহাত প্রতিদ্বন্দ্বিতা করছেন৷