অর্থনীতিবিদদের সমীক্ষা ছাপিয়ে গেল সরকারী পরিসংখ্যানে আর্থিক বৃদ্ধির গতি স্তব্ধ হবার আশঙ্কা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অর্থনীতিবিদদের সমীক্ষায় বলা হয়েছিল এপ্রিল মাসে পণ্যের পাইকারী মূল্য ১৪.৪৮ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে৷ কেন্দ্রীয় সরকারের প্রকাশিত পরিসংখ্যানে অর্থনীতিবিদদের পূর্বাভাস ছাপিয়ে গেল, যা আর্থিক বৃদ্ধির গতিকে স্তব্ধ করে দিতে পারে৷ এর প্রভাব খুচরো পণ্যের উপরও পড়বে৷ এর ফলে সাধারণ মানুষের  আর্থিক দুর্দশা আরও বাড়বে৷

গত ১৭ই মে কেন্দ্রীয় সরকারের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত এপ্রিলে পাইকারী পণ্যের মূল্য বৃদ্ধির হার ১৫.০৮ শতাংশ৷ ২০০৫ সালের পর পাইকারী পণ্যের মূল্যবৃদ্ধির হার দুই অংকের ঘরে পৌঁছে গেল৷ প্রধানমন্ত্রী ও তাঁর দল বল মোদি জমানায় যতই সাফল্যের প্রচার করুক, সরকারী পরিসংখ্যানেই তার ব্যর্থতার নজির ইউপিএ আমলকে ছাড়িয়ে গেছে৷ শুধু পাইকারী পণ্যের মূল্যবৃদ্ধিই নয়, খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হারও মোদি জমানায় সবের্র্বচ্চ স্তরে পৌঁছে ৭.৭৯ শতাংশ হয়েছে৷ তবে মূল্য বৃদ্ধির এই হার কমার কোন নিশ্চিততা সরকার দিতে পারেনে৷

প্রবীন প্রাউটিষ্ট নেতা শ্রীপ্রভাত খাঁ বলেন--- পুঁজিবাদের তোষণ ও ভ্রান্ত আর্থিক নীতির পরিণাম এই পণ্য মূল্যবৃদ্ধির হার৷ আর্থিক এই দুর্দশার দায় করোনা বা অন্যকোন অজুহাত দিয়ে মোদি সরকার এড়িয়ে যেতে পারবে না৷ অর্থনীতির  এই দুর্দশা মোদি সরকারের ব্যর্থতার কারণেই হয়েছে৷ শ্রী খাঁ আশঙ্কা প্রকাশ করেন এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের  মূল্য আরও বৃদ্ধি পাবে৷ আর্থিক বৃদ্ধির গতিও স্তব্ধ হয়ে যেতে পারে৷