মুদ্রাস্ফীতিতে জেরবার পাকিস্তান৷ ভেঙে পড়া অর্থনীতিতে ‘অক্সিজেন’ দিতে বড় সিদ্ধান্ত নিল ইসলামাবাদ৷ বড়দিনের মুখে ২০০ বেসিস পয়েন্ট সুদের হার কমিয়েছে পশ্চিমের প্রতিবেশী দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্ক৷ ফলে সুদের হার ১৫ থেকে ১৩ শতাংশে নেমে এসেছে৷ ১৭ ডিসেম্বর, মঙ্গলবার থেকেই নতুন নীতি কার্যকর করেছে শাহবাজ শরিফ প্রশাসন৷
১৬ ডিসেম্বর বৈঠকে বসেন পাক কেন্দ্রীয় ব্যাঙ্ক ‘স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান’-এর (এসবিপি) মুদ্রানীতি কমিটির সদস্যেরা৷ সেখানেই সুদের হার কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, ১৯৭১ সালে এই দিনেই ভারতীয় ফৌজের কাছে হেরে আত্মসমর্পণ করেন ৯৩ হাজার পাক সেনা৷ পশ্চিমের প্রতিবেশী দেশ ভেঙে জন্ম নেয় নতুন রাষ্ট্র বাংলাদেশ৷ ৫৩ বছর পর সেই পরাজয় দিবসেই বৈঠক করলেন স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের পদস্থ কর্তারা৷ গত সোমবার সুদের হার কমানো নিয়ে বিবৃতি দিয়েছে এসবিপি৷ সেখানে বলা হয়েছে, এই সিদ্ধান্তের জেরে কমবে খাদ্যে মুদ্রাস্ফীতির হার৷ গত বছরের নভেম্বর থেকে গ্যাসের উপর উচ্চ হারে শুল্ক নেওয়া হচ্ছে৷ ফলে আমজনতাকে যথেষ্ট চড়া দামে কিনতে হচ্ছে গ্যাস৷ সুদের হার কমার ফলে সে দিক থেকেও কিছুটা স্বস্তি পাবে সাধারণ মানুষ৷ উল্লেখ্য বর্তমানে পাকিস্তানের মুদ্রাস্ফীতির হার ৯.৭ শতাংশে দাঁড়িয়ে রয়েছে৷ ফলে মূল্যবৃদ্ধি ইস্যুতে ভোক্তা এবং ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট অস্থিরতা রয়েছে৷ পাক মুদ্রানীতি কমিটি জানিয়েছে, এ বছরের অক্টোবরে দেশের ব্যাঙ্কগুলিতে উদ্বৃত্ত কারেন্ট অ্যাকাউন্টের হদিস মিলেছে৷ দুর্বল আর্থিক অবস্থার মধ্যেও এই নিয়ে টানা তিন মাস উদ্বৃত্ত কারেন্ট অ্যাকাউন্টের তথ্য দিলেন তাঁরা৷ পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার পরিমাণ ১,২০০ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান৷ ফলে আগামী দিনে সরকারি ঋণের পরিমাণ ইসলামাবাদ কিছুটা কমাতে পারবে বলে মনে করছেন আর্থিক বিশ্লেষকেরা৷ পাক ব্যবসায়িক সংগঠনগুলি অবশ্য সুদের হারে ৪০০ থেকে ৫০০ বেসিস পয়েন্টের অব্যাহতি চেয়েছিল৷ এ ব্যাপারে তাড়াহুড়ো করতে রাজি নয় এসবিপি৷ ধীরে ধীরে সুদের হার আরও কমানোর ইঙ্গিত দিয়েছেন তাঁরা৷ বিশেষজ্ঞদের অনুমান, চলতি আর্থিক বছরের (২০২৪-’২৫) শেষে সুদের হার একক সংখ্যায় বা দশের নীচে নামিয়ে আনতে সক্ষম হবে পাক কেন্দ্রীয় ব্যাঙ্ক৷