অর্থনীতিতে ঘুরে দাঁড়াবার আশা দেখছে না আর্থিক সংস্থাগুলি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

চলতি অর্থবর্ষের এপ্রিল-জুনে আর্থিক সঙ্কোচনের পরিমাণ আশঙ্কা ছাপিয়ে ২৩৯ শতাংশ হয়  এরপরও  অবশ্য নেতামন্ত্রীরা ঘুরে দাঁড়াবার আশ্বাস দিচ্ছে কিন্তু  তা যে কতটা অসার সেটা বিভিন্ন আর্থিক সংস্থার  প্রতিবেদনেই বোঝা যায়  আর্থিক সংস্থাগুলো তাদের প্রতিবেদনে দেশবাসীকে  নিরাশ করছে কোন আর্থিক সংস্থাই সংকচন কাটিয়ে ওঠার কোনো ইঙ্গিত দেয়নি

বর্তমান অর্থবর্ষে ভারতের অর্থনীতিতে সঙ্কোচনের ইঙ্গিত আগেই দিয়েছে বিভিন্ন  আর্থিক  সংস্থা  গত ১৪ই সেপ্ঢেম্বর এসঅ্যাণ্ড পি গ্লোবাল রেটিংস তাদের প্রতিবেদনে চলতি আর্থিক ত্রয়ী মাসে  সঙ্কোচনের মাত্রা আরও বাড়িয়েছে প্রথমে তারা জানিয়েছিল চলতি অর্থবর্ষে সঙ্কোচনের মাত্রা পাঁচশতাংশ থাকবে কিন্তু ১৪ই সেপ্ঢেম্বর জানায় সঙ্কোচনের মাত্রা ৯ শতাংশ হতে পারে

আর্থিক মূল্যায়ন সংস্থাটি অবশ্য করোনা সংক্রমণকেই কারণ হিসাবে দেখাচ্ছে যেভাবে দৈনিক করোনা সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাতেই অর্থনীতির ঘুরে দাঁড়াতে সমস্যা হচ্ছে কারণ সংক্রমণের ভয় জনগণ বাজারমুখী হচ্ছে না, বেসরকারী সংস্থাগুলি নতুন করে বিনিয়োগের পথে যাচ্ছে না এখনও পর্যন্ত  দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার ৭০ হাজার থেকে ৯০ হাজার পেরোতে খুব কম সময় নিয়েছে এইভাবে চলতে থাকলে অর্থনীতির পক্ষে ঘুরে দাঁড়াতে  সময় লাগবে অবস্থা স্বাভাবিক না হলে কেনাকাটার বাজার যেমন স্বাভাবিক হবে না, তেমনি নূতন বিনিয়োগের ও সম্ভাবনা থাকবে না তাই চলতি অর্থবর্ষে অর্থনীতির পক্ষে ঘুকে দাঁড়াবার সম্ভাবনা নেই