অর্থনীতিতে প্রাউটের যুগান্তকারী সংযোজন গণঅর্থনীতি ও মানসঅর্থনীতি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের কেন্দ্রীয় সংঘটন সচিব আচার্য প্রসূনানন্দ অবধূত এক আলোচনায় বলেন---বর্তমান সামাজিক-অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে হলে ও অর্থনীতিকে সর্ব-সাধারণের সার্বিক কল্যাণে প্রয়োগ করতে প্রাউটিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে৷ কেন্দ্রিত অর্থনীতির খোলনলচে পাল্টে প্রাউটের বিকেন্দ্রীত অর্থনৈতিক পরিকল্পনা রূপায়ন করতে হবে৷ তবে প্রাউটিষ্টদের প্রথম কাজ প্রতিটি মানুষের জীবন ধারণের  ন্যূনতম প্রয়োজন পূর্তির নিশ্চিততা দিতে হবে ও মানুষকে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সচেতন করে তুলতে হবে৷ নতুবা ধুরন্ধর নেতারা জনসাধারণকে ভুলপথে চালিত করবে ও জনগণ শোষক পুঁজিপতিদের পালিত নেতাদের চিনতে ভুল করবে৷ তাই অর্থনৈতিক তত্ত্বকে যেমন প্রয়োগ ভৌমিক হতে হবে, তেমনি সৎ ও আদর্শ নেতৃত্ব চাই যারা জনগণকে বিপথে চালিত করবে না, সচেতন করে তুলতে ও সার্বিক কল্যাণের কথা ভাববে৷ এ ব্যাপারে প্রাউট আধ্যাত্মিকতা ভিত্তিক সদ্‌বিপ্র নেতৃত্বের বিধান দিয়েছে৷

আচার্য প্রসূনানন্দ বলেন---প্রাউট অর্থনীতির যুগান্তকারী অবদান গণঅর্থনীতি ও মানস অর্থনীতি৷ এতদিন পর্যন্ত অর্থনীতি বলতে বোঝাত সাধারণ অর্থনীতি ও বাণিজ্য অর্থনীতি৷ শ্রীপ্রভাতরঞ্জন সরকার অর্থনীতিতে গণঅর্থনীতি ও মানস অর্থনীতির সংযোগ ঘটিয়ে বর্তমান অর্থনৈতিক সমস্যার সুষ্ঠু সমাধানের দিক নির্দেশনা দিয়েছেন৷ গণঅর্থনীতির পরিভূর মধ্যে আসবে মানুষের জীবনধারণের  ন্যূনতম প্রয়োজন, সার্বিক কর্মসংস্থান, সার্বিক দারিদ্র্য দূরীকরণ, গ্রামীন অর্থনীতি ইত্যাদি৷

মানস অর্থনীতি বিষয় হবে কীভাবে অর্থনৈতিক ক্রিয়াকলাপ, আচার-আচরণ ও সংরচনা, মানুষের সমাজে শোষণ চালিয়ে যাচ্ছে তার দূরীকরণ করা, সমাজে ক্ষতিকারক ও মানবতা বিরোধী অর্থনৈতিক প্রবণতার  বিরুদ্ধে বিরামহীন সংগ্রাম চালিয়ে যাওয়া৷ আগামী দিনে অর্থনীতির গুরুত্বপূর্ণ শাখা হবে মানস অর্থনীতি৷ বর্তমান দিশাহীন অর্থনীতির সামনে প্রাউট ছাড়া বিকল্প কোন পথ নেই৷

আচার্য প্রসূনানন্দ সমাজতন্ত্র প্রসঙ্গে বলেন---মার্কসবাদী চিন্তা প্রসূত সমাজতন্ত্র মুখ থুবড়ে পড়েছে৷ তাই প্রাউটের পথে আধ্যাত্মিকতা ভিত্তিক প্রগতিশীল সমাজতন্ত্রই মানুষের সার্বিক শোষণ মুক্তির একমাত্র পথ৷ প্রগতিশীল সমাজতন্ত্র রচনায় মুখ্যভূমিকা নেবে অর্থনীতিতে প্রাউটের নবতম সংযোজন গণঅর্থনীতি ও মানস অর্থনীতি৷ আচার্য প্রসূনানন্দ দৃঢ়তার সঙ্গে বলেন আর্থিক সংকট থেকে মুক্তির একমাত্র বিকল্প পথ প্রাউট৷ তিনি শুভবুদ্ধি সম্পন্ন সৎ ও নীতিবাদী মানুষদের আহ্বান জানিয়ে বলেন--- প্রাউট জানুন বুঝুন ও  সমাজ কল্যাণের কাজে আত্মনিয়োগ করুন৷