February 2023

আকাশ তরঙ্গ - ঐতিহাসিক নিলাম

বরুন দত্ত

1944 সালের 26 শে জানুয়ারী,রেঙ্গুনের মিউনিসিপ্যাল বিল্ডিং প্রাঙ্গনে নেতাজীর সম্মানে আয়োজিত হয়েছিল এক বিশেষ সভা।   বর্মায় এটি প্রথম জনসভা, গন্যমান্য ব্যক্তি থেকে সাধারণ মানুষের মিলনে সভা তখন জনসমুদ্র । নেতাজী নামের এমন জাদু সভার প্রথমে বর্মার অধিবাসীদের তরফ থেকে নেতাজীকে একটি মালা পরানো হয় /তারপর নেতাজী প্রায় দু ঘণ্টা বলে গেলেন.....কখন যে এতটা সময় কেটে গেছে কেউ টের পায়নি--শ্রোতারা মন্ত্রমুগ্ধ ।

নেতাজীর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবী আমরা বাঙালীর

আমরা বাঙালীর পশ্চিম মেদিনীরপুর জেলার শাখার উদ্যোগে ২৩শে জানুয়ারী নেতাজীর ১২৭তম জন্ম জয়ন্তী পালন করা হয়৷ এই উপলক্ষ্যে মেদিনীপুর শহরের কেরাণীটোলা থেকে এক পদযাত্রা শহর পরিক্রমা করে মেদিনীপুর কলেজের সামনে উপস্থিত হয়ে নেতাজীর মর্মর মূর্ত্তিতে মাল্যদান করে৷ পরে সেখানে পথ সভা অনুষ্ঠিত হয়৷ পথসভায় বক্তব্য রাখেন শঙ্কর কুণ্ডু, রণজিৎ ঘোষ, রবি বেরা, মমতা পাল শশাঙ্ক পাত্র, রবীন্দ্রনাথ কুণ্ডু৷ বক্তাদের  বক্তব্যে নেতাজীর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা সহ বিভিন্ন দাবী জানান হয়৷ অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করে সোমা পাত্র, কল্পনা গিরি ও অন্যান্যরা৷ অনুষ্ঠান পরিচালনা করেন ইলা পাত্র৷

জামশেদপুরে আনন্দমার্গের ত্রিদিবসীয় সেমিনার

গত ২৭,২৮ ও ২৯শে জানুয়ারী টাটা ডায়োসিসের জামশেদপুর নগরের গোল্ডেনভবনে আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে তিনদিনের সেমিনারেরর আয়োজন করা হয়৷ এই সেমিনারে পূর্বসিংভূম, সরাইকেলা-খরসোওয়া পশ্চিম সিংভূম জেলা ছাড়াও পশ্চিমবঙ্গ ওড়িষ্যা থেকে দুই শতাধিক আনন্দমার্গী অংশগ্রহণ করেন৷ এই সেমিনারের মুখ্য শিক্ষক ছিলেন আচার্য রবিশানন্দ অবধূত, সহ প্রশিক্ষক ছিলেন আচার্য বাসুদেবানন্দ অবধূত৷ এছাড়াও আনন্দমার্গের মহিলাবিভাগের কেন্দ্রীয় প্রতিনিধি অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যাও ক্লাস নেন৷ সেমিনারের দ্বিতীয় দিনে এক মনোজ্ঞ শোভাযাত্রা ৰাৰা নাম সহযোগে নগরের বিভিন্ন পথ পরিক্রমা ক

ঘুমের মধ্যেই চট্টগ্রাম থেকে মালয়েশিয়ায়

পনের বছরের কিশোর বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল বাড়িতে বলেই৷ তারপর বেশ কয়েকদিন তার আর কোন খোঁজ মিলছিল না৷ বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা ফাহিমের পরিবারের লোকেরা ধরেই নিয়েছিল যে তাদের ছেলেকে নিশ্চই কেউ বা কারা পাচার করে দিয়েছে৷ অবশেষে সেই কিশোরের খোঁজ মিলল৷ তবে একেবারেই অন্যমুলুকে সুদূর মালয়েশিয়ায়৷ কিন্তু কিভাবে ছেলেটি ওখানে গেল?

বিপন্ন হিমালয়

সম্প্রতি যোশীমঠের ভূমি বিপর্যয়ের ধবংসাত্মক কারণ হিসাবে বিভিন্ন তথ্য উঠে আসছে৷ একটি দিক অনেকে বিশেষজ্ঞের নজর এড়িয়ে গেলেও সেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বিপর্যয়ের৷ সেটি হল হিমালয়ের বুকে পর্যটকদের বিশাল চাপ৷ ভ্রমণ এখন আর প্রকৃতি পরিবেশের সঙ্গে একাত্ম হওয়ার জন্য নয় বরং ভ্রমণ এখন বিলাস-ব্যসনে পরিণত হয়েছে৷ ভ্রমণ বিলাসী পর্যটকদের বেলাগাম আচরণ ও ব্যবহার প্রকৃতিকে ভিতরে ভিতরে একটু একটু করে ক্ষয় করে দিচ্ছে৷ উত্তরে অলকানন্দা, দক্ষিণে ধৌলিগঙ্গা, পূর্বে ঢাকনালা, করমনসা নদী বেষ্টিত পাহাড়ের খাড়া ঢালে স্থিত যোশীমঠ, অতিবিপজ্জনক ভূ-কম্প প্রবণ এলাকা৷ এতসব বৈচিত্র্য ও বৈশিষ্ট্য নিয়েই যোশীমঠ দেবভূমির প্রবেশদ্বা

কীটনাশক পাওয়া গেল মাতৃদুগ্দে! লখনউ হাসপাতালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য - ১১১জন সদ্যোজাত শিশুর রহস্যমৃত্যু ১০মাসে উত্তর প্রদেশের মহারাজগঞ্জে

গত ১০ মাসে ১১১জন শিশুর রহস্য মৃত্যু হয়েছে উঃপ্রদেশের মহারাজগঞ্জে৷ এত সংখ্যক শিশুর মৃত্যুর প্রকৃত কারন জানতে সরকারীস্তরে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ এরই মধ্যে লখনউয়ের ক্যুইন মেরী হাসপাতালের গবেষণায় চাঞ্চল্যকর রিপোর্টে সামনে এল৷ গবেষকদের দাবী অনুযায়ী মাতৃদুগ্দে ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিকের সন্ধান মিলেছে৷ শিশু মৃত্যুর বাড় বাড়ন্তের পেছনে তা অন্যতম কারণ হতে পারে৷

রাখে হরি মারে কে ! দশতলা থেকে পড়ে জখম শিশু সুস্থ হয়ে বাড়ীরপথে

কথায় বলে রাখে হরি মারে কে---এই প্রবাদবাক্যের সত্যতা আবার একবার সবার সামনে এল একটি আশ্চর্য ঘটনায়৷ চতুর্থ শ্রেণীর ছাত্রী নয় বছরের অন্বেষা খেলতে খেলতে দশতলা বাড়ী থেকে নীচে পড়ে যায়৷ মাথার খুলি ভেঙে হাড়ের অংশ ঢুকে যায় মাথার মধ্যে৷ ঘটনাস্থল কলকাতার মহেশতলায় সারেঙ্গাবাদ৷ রক্তাক্ত মেয়েকে নিয়ে সি.এম.আর.আই হাসপাতালে ছোটে পরিবার৷ ভর্ত্তির সময় প্রাণ ছিল সামান্য৷ শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ শান্তনু রায়ের তত্ত্ববধানে চিকিৎসা শুরু হয়৷ জীবনের আশা না রেখেই ডাক্তাররা চিকিৎসা শুরু করে৷ ২২দিন কোমায় ছিল শিশুটি৷ কোমার মধ্যেই দু-সপ্তাহ পরে অপারেশন করে খুলির হাড়ও মাথায় মেরামত করেন স্নায়ুশল্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অজয় আ

পাকিস্তানের মসজিদে জঙ্গি হামলায় নিহত ৯৩

পাকিস্তানে উত্তরপশ্চিমের শহর পেশোয়ারে পুলিশ লাইসেন্সের মসজিদে দুপুরের নমাজ পড়ার সময় আত্মঘাতী জঙ্গি হানায় ৯৩ জনের মৃত্যু হয়৷ খবরে প্রকাশ দুপুরে ওই মসজিদে নমাজ পড়ার জন্য তখন পুলিশ লাইসেন্সের পুলিশ, সেনাকর্মী ও বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডের লোকজনের থিকথিকে ভিড় ছিল৷ স্থানীয় সময় ১-৪০ মিনিটে তীব্র শব্দে কেঁপে ওঠে মসজিদ৷ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে মসজিদের ছাদের একাংশ৷ বোমা বিস্ফোরণে  ও ছাদ ছাপা পড়ে সেখানেই ৩২ জন মারা যান৷ পরে হাসপাতালে আরও ৭০জনের মৃত্যু হয়৷ আহতের সংখ্যা ১৫৭ ছাড়িয়েছে হাসপাতাল সূত্রে প্রাপ্ত খবর মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে৷

 

শব্দের ইতিহাস ও তার ভুল প্রয়োগ

খগেন্দ্রনাথ দাস

পৃথিবীর ছোট বড় সব ভাষার প্রতিটি শব্দের যেমন অর্থ রয়েছে তেমনই শব্দের উৎপত্তি বা আবির্ভাবের পেছনেও একটা ইতিহাস রয়েছে৷ সেই ইতিহাসটুকু যখন আমরা বিস্মৃত হই বা কোনভাবে বিকৃত হয়ে যায় তখন সেই বিশেষ শব্দটি তার অর্থগৌরব হারায়৷ শব্দের এই অর্থগৌরব হারানো অর্থ বিত্ত হারিয়ে যাওয়ার মত সাধারণ ঘটনা নয়৷ শব্দার্থের এই বিস্মৃতি বা বিকৃতি বহু বিপত্তিরও কারণ হয়ে উঠে৷

প্রসঙ্গ ঃ কুর্মী মাহাতদের আন্দোলন

অসিত দত্ত

কুর্মী মাহাত সম্প্রদায় সংরক্ষণের জন্য ‘ইতোপূর্বে’ আন্দোলন শুরু করলেও গত বছর থেকে এই আন্দোলন একটি  উচ্চগ্রামে পৌঁছে যায়৷ কোন কোন স্থানে এই আন্দোলনে পাঁচদিনব্যাপী প্রধান প্রধান সড়ক অবরোধ করা হয়েছিল৷ এমনকি এই সম্প্রদায়ের একটি প্রতিনিধিদল সম্প্রতি দিল্লী গিয়ে রাষ্ট্রপতির দেখা করে ও সংরক্ষণের দাবী জানায়৷ এদের দাবী এই সম্প্রদায়কে এস.টি (সিউিল্ড ড্রাইব)র মর্যাদা দিতে হবে, কুড়মালী ভাষার স্বীকৃতি ও সারণা ধর্মমতের স্বীকৃতি দিতে হবে৷