আমার প্রাণের প্রাণ
১৯৬৩ সালের মাঝামাঝি সময়ের এক সন্ধ্যার কথা৷ পরমপূজ্য শ্রীশ্রীআনন্দমূর্ত্তি যাঁকে তাঁর শিষ্যরা ৰাৰা বলে ডাকেন ---তিনি জামালপুর শহরের বাইরে একটি নির্জন মাঠে একটি কবরের ওপর বসেছিলেন৷
এই জায়গায় প্রায় প্রতি সন্ধ্যায় তিনি সান্ধ্যভ্রমণে আসতেন---বেশ কিছু শিষ্যও সান্ধ্যভ্রমণে তাঁর সঙ্গী হতেন ---বাঘের কবরের ওপর বসে নানান বিষয়ে আলোচনা হত৷
- Read more about আমার প্রাণের প্রাণ
- Log in to post comments