ক্ষুধার্ত থাকো, বোকা থাকো’ সাফল্যের মূলমন্ত্র
স্টিভ জবসের বিখ্যাত উক্তি Stay Hungry, Stay Foolish’ শুধুমাত্র একটি বাক্য নয়, এটি জীবন ও ক্যারিয়ারের জন্য এক অসাধারণ দৃষ্টিভঙ্গি৷ এই দুইটি শব্দের গভীর অর্থ আমাদের সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি ও নিরবচ্ছিন্ন শেখার মনোভাবকে প্রসারিত করতে সাহায্য করে৷
ক্ষুধার্ত থাকো Stay Hungry)
জ্ঞান ও নতুন অভিজ্ঞতার জন্য ক্ষুধার্ত হও --- সাফল্যের আসল চাবিকাঠি হলো শেখার আগ্রহ৷ নতুন দক্ষতা অর্জন, বিভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝা এবং সবসময় উন্নতির জন্য চেষ্টা করা আমাদের এগিয়ে রাখে৷
- Read more about ক্ষুধার্ত থাকো, বোকা থাকো’ সাফল্যের মূলমন্ত্র
- Log in to post comments