আসাননগর গ্রামে অখন্ডকীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নদীয়া জেলার অন্তর্গত আসাননগর গ্রামের প্রবীণ আনন্দমার্গী শ্রীভিভূষন রায়ের অগ্রজ শ্রীহরেন্দ্রনাথ রায়-এর নিজ বাসগৃহে গত ২রা ফেব্রুয়ারী,২৫ রবিবার সকাল ৬টা৩০মিঃ থেকে বেলা ১২টা৩০মি পর্যন্ত ৬ঘন্টা ব্যাপী--- আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, শ্রীমতী কাজল সরকার নদীয়া জেলার ভুক্তি প্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস, শ্রীকৌশিক সরকার, শ্রীহরলাল হাজারী ও কৃষ্ণনগর ডিট(এল) তথা কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা-অবধূতিকা আনন্দ শিবধ্যানা আচার্যার পরিচালনায় প্রভাত সঙ্গীত পরিবেশনের পরে মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম অখন্ড কীর্তন অনুষ্ঠিত হয় সঙ্গতে ছিলেন শ্রীভক্ত তরফদার, শ্রীকালীপদ সরকার, শ্রীকুমারেশ সরকার,শ্রী কৃষ্ণচন্দ্র মজুমদার প্রমুখ৷

নদীয়া জেলা ও তৎপার্শ্ববর্তী জেলাগুলি থেকেও বহু ভক্তজন কুয়াশাচ্ছন্ন আবহওয়াকে উপেক্ষা করে সকাল থেকেই কীর্ত্তন অঙ্গনে উপস্থিত হয়ে কীর্ত্তনে অংশ গ্রহন করেন৷ অখন্ড কীর্ত্তন শেষে মিলিত সাধনা,গুরুপুজার পরে স্বাধ্যায় করেন শ্রীনিমাই চন্দ্র বিশ্বাস৷ অনুষ্ঠানে ‘কীর্তন মহিমা’-র ওপর আলোকপাত করেন---আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত ও কৃষ্ণনগর ডিট (এল) তথা কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা-অবধূতিকা আনন্দ শিবধ্যানা আচার্যা ও প্রবীন আনন্দমার্গী গৌরাঙ্গ ভট্টাচার্য৷ কীর্ত্তনানুষ্ঠান শেষে পাঁচ শতধিক ভক্তকে নারায়ন সেবায় আপ্যায়ীত করেন ---শ্রী অভিভূষন রায়৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নদীয়া ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷