আসানসোল ঃ পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুর শহরের ‘নান্দনিক হলে’ আনন্দমার্গ দর্শনের ওপর এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত এই আলোচনা সভায় ‘আনন্দমার্গের সর্র্বনুসূ্যত দর্শন ও শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী এই বিষয়ে বক্তব্য রাখেন আচার্য প্রসূনানন্দ অবধূত ও আচার্য মোহনানন্দ অবধূত৷ সভায় স্বাগত ভাষণ দেন আসানসোলের বিশিষ্ট আনন্দমার্গী দেশবন্ধু মাইতি মহাশয়৷
আচার্য মোহনানন্দ অবধূত বলেন, আনন্দমার্গের আধ্যাত্মিক দর্শন তথা আদর্শ কোনও প্রকার কুসংস্কার, ডগমা তথা জাত-পাত সম্প্রদায়ভেদ প্রভৃতি সংকীর্ণ ভাবধারাকে প্রশ্রয় দেয় না৷ আনন্দমার্গের যোগসাধনার নিয়মিত অভ্যাসের দ্বারা একজন মানুষ একদিকে যেমন শরীরকে সুস্থ ও নীরোগ রাখতে পারে, তেমনি মানসিক শক্তি লাভ করতে পারে ও ঈশ্বরানুভূতি ও পরিশেষে ঈশ্বর লাভ করতে পারে৷
আচার্য প্রসূনানন্দ অবধূত মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকার (যিনি ধর্মগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিরূপে সমধিক পরিচিত) কর্তৃক প্রবর্তিত যুগান্তকারী প্রাউট দর্শনের ওপর বক্তব্য রাখেন ও প্রাউটের মাধ্যমে কেমন করে দারিদ্র্য ও বেকার সমস্যার সমাধান করা যায়--- তাও ব্যাখ্যা করেন৷ এই মনোজ্ঞ আলোচনা সভায় দুই শতাধিক স্থানীয় বুদ্ধিজীবি, ছাত্র-যুবা উপস্থিত ছিলেন৷ আলোচনান্তে মিলিত আহারেরও ব্যবস্থা ছিল৷ এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন স্থানীয় মার্গী শ্রী নির্মল ঘাঁটি মহাশয়৷