বাংলাদেশে ছাত্র আন্দোলনে হাসিনার বিদায়ের পর ছাত্রদের দাবী মেনেই মহম্মদ ইয়ূনুসকে তত্ত্বাবোধায়ক সরকারের প্রধান করা হয়৷ তিনি প্রবাসী থেকে ফিরে এসে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করেন৷ নোবেল জয়ী ইউনুসের প্রতি বাংলাদেশের মানুষ অনেক আশা ভরসা করেছিলেন৷ কিন্তু হাসিনা পরবর্তী অশান্ত বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে এখন পর্যন্ত বড় কোন সফলতা ইয়ূনুস সরকার দেখাতে পারেনি৷ সংখ্যালঘু অত্যাচার বন্ধ করতে ব্যর্থ৷ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে গেছে৷ বেকারত্ব, করবৃদ্ধি প্রভৃতি ইস্যুতে জনরোষ বাড়ছে৷ এই জনরোষ ছড়িয়ে পড়ছে বিভিন্ন দপ্তরে৷
গত ২৮শে জানুয়ারী থেকে জনরোষের শিকার রেলপরিষেবা৷ সেদিন সকাল থেকে রেল পরিষেবা পুরোপুরি বন্ধ৷ রেল কর্মচারীদের দাবী তাদের বেতন ও অন্যান্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে৷ দেশের বিভিন্ন বড় বড় ষ্টেশনে যাত্রী ভর্ত্তী ট্রেন রেখে কেবিন ছেড়ে চলে যায় চালকরা৷ রেল কর্মচারীদের সঙ্গে যোগ দেয় ট্যানারি শ্রমিকরা৷ জ্বালানি তেল বাহক ট্যাঙ্কারের চালক ও খালাসিরাও ধর্মঘটে নেমেছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজে ছাত্র বিক্ষোভে উত্তাল৷ ইউনুসের বিরুদ্ধে মুখ খুলেছেন শেখ হাসিনার আওয়ামী লিগের ফেসবুক পেজে এক অডিও বার্র্তয় শেখ হাসিনাকে বলতে শোনা যায় একজন সুদ খোরের ক্ষমতালিপ্সার কারণেই বাংলাদেশ জ্বলছে৷ যদিও তিনি কোন নাম বলেন নি৷ তবে অডিওর সত্যতা যাচাই করা হয়নি৷