সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৪ঠা জুন অশান্ত মনিপুর এক নারকীয় ঘটনার সাক্ষী হয়ে থাকলো৷ এক মাসের অধিক মনিপুর হিংসার আগুনে জ্বলছে৷ হিংসার আগুন থেকে বাঁচতে পশ্চিম ইম্ফলে মিনা হ্যাংসিং তার স্বামী ও ৮ বছরের শিশুপুত্রকে নিয়ে অসম রাইফেলের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন৷ তাতেও রেহাই পেলেন না মিনা হ্যাংসিং৷ গত রবিবার ত্রাণ শিবিরেই গুলি চালায় কিছু দুষৃকতি৷ মিনার শিশুপুত্রের কপালে গুলি লাগে৷ মিনা ও তার এক আত্মীয় সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে হাসপাতালে রওনা হয় শিশুপুত্রকে নিয়ে৷ কিন্তু মাঝ পথেই দুষ্কৃতিরা অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয়৷ মা ও শিশুপুত্রসহ তিনজনই আগুনে পুড়ে মারা যায়৷ মনিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে একমাসের অধিক৷ মিনা মেইতেই সম্প্রদায়ের মেয়ে৷ তার স্বামী কুকি সম্প্রদায়ের৷ একমাসের অধিক চলতে থাকা এই হিংসা দমন করতে ব্যর্থ মনিপুর প্রশাসন৷