অসচেতন মানুষ ও সর্বনাশা অ্যান্টিবায়োটিকের কুপ্রভাব

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ভারতে অপ্রয়োজনে অ্যান্টি বায়োটিক খাবার প্রবণতা  বিপজ্জনক আকার নিয়েছে৷ সৌজন্যে বষ্টন বিশ্ববিদ্যালয় ও হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার এক সমীক্ষা (১৮/৯)৷ অ্যান্টি বায়োটিকের ব্যবহারে সংক্রমণ জনিত রোগ হয়তো কমে৷ কিন্তু অত্যধিক  ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়ার মাশুল গুনতে হয়৷ সারা জীবন অ্যান্টিবায়োটিকগুলি ক্ষতিকারক জীবাণু নষ্ট করার পাশাপাশি শরীরের উপকারী ব্যাকটিরিয়াগুলোও মেরে ফেলে৷ এতে দেহের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায়৷ ফলে যে কোনো সংক্রমণ শরীরকে কাবু করে দিতে পারে৷ তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টি বায়োটিকের  ব্যবহার বিপদ ডেকে আনতে পারে৷ কিন্তু আমাদের দেশে অনেকেই বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা ডাক্তারের কাছে  না গিয়ে ফার্মেসি থেকে অ্যান্টি বায়োটিক কিনে মুড়ি মুড়কির মতো খান৷ অ্যান্টিবায়োটিকের মূল লক্ষ্য রোগজীবানু মেরে ফেলা৷ ডাক্তাররা রোগীর অবস্থা বুঝে ৫-৭ দিনের একটা কোর্স দেন৷

কিন্তু অনেকে ২/৩ দিন ব্যবহার করার পর অসুখ সেরে গেছে ভেবে ওষুধ খাওয়া বন্ধ করে দেন৷  তখন ওই অ্যান্টি বায়োটিক রোগীর শরীরে কাজ করে না৷ এ ব্যাপারে জন সচেতনতা বাড়াতে প্রয়োজন ব্যাপক প্রচার৷