অসীমানন্দ স্মৃতি দিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৯৬৩ সাল আনন্দনগরের জন্মলগ্ণ থেকেই আনন্দমার্গের নিরলস ও নিঃস্বার্থভাবে শিক্ষা,উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করে যাওয়াকে একশ্রেণীর আদর্শহীন, স্বার্থান্বেষী, দুষ্ট প্রকৃতির, বিকৃতি মানসিকতার লোক ধারাবাহিকভাবে বাধাসৃষ্টি, হত্যা, লুটপাট, মিথ্যা অপপ্রচার করে, সরলমনা সাধারণ নিরীহ মানুষকে  বিভ্রান্ত করে, বিপথে চালিত করে আসছে৷ এরা মানুষের উন্নয়নের গতিকে শ্লথ করেছে ও করছে সাধারণ মানুষের প্রগতিকে একশত বৎসর পিছিয়ে দিয়েছে ও দিচ্ছে৷

১৯৯০ সালের ২রা এপ্রিল আনন্দনগরের ছটকা গ্রামে কৃষি বিজ্ঞানী আচার্য অসীমানন্দ অবধূত সহ স্থানীয় কোষাঙ্গি গ্রামের অর্জুন সিং ও দারা সিং, চিৎমু গ্রামের রাধু গরাঞ  ও উত্তর প্রদেশের দীনবন্ধু সিংকে দিনের আলোতে তদানীন্তন শাসকদল মদতপুষ্ট কমিউনিষ্ট গুণ্ডারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে৷ সেই থেকে প্রতিবৎসর ২রা এপ্রিল অসীমানন্দ স্মৃতি দিবস হিসাবে পালিত হয়ে আসছে৷

এই উপলক্ষ্যে ছটকার পাশবর্তী ডিমডিহা আনন্দমার্গ জাগৃতি ভবনে তিনঘন্টা অখণ্ড ‘‘ৰাৰা নাম কেবলম্‌’’কীর্ত্তন, মিলিত ঈশ্বর প্রণিধান, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন, স্মৃতিচারনা ও নারায়ণসেবার আয়োজন করা হয়৷