অসম ভবনে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলকাতা ঃ গত ২৩শে সেপ্ঢেম্বর,২১ অসমের দরং জেলার গরুখুটি অঞ্চলে দরং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৮০০ বাঙালী পরিবারকে উচ্ছেদ করার কর্মসূচী নেয়৷ উচ্ছেদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিরোধ কর্মসূচী গড়ে তোলে৷ সেই প্রতিরোধ ব্যর্থ করতে অসমের তালিবানি পুলিশ প্রশাসন নিরীহ কর্ষক বাঙালী ভাইদের ওপর গুলি চালায়৷ সেখানে একজন কর্ষক বাঙালী ভাই গুলিতে নিহত হয়৷ নিহত কর্ষক ভাইয়ের বুকের ওপরে এলোপাতারি লাঠি চালায় অসম পুলিশ৷ উল্লেখ্যযোগ্য বিষয় দরং জেলার জেলাশাসকের দপ্তরে সরকারী চিত্র গ্রাহক বিজয় শংকর বনিয়া পুলিশের সাথে হাত মিলিয়ে ওই মৃত ব্যক্তির বুকের ওপরে  লাথি মারতে থাকে৷ এই অমানবিক ঘটনা সমস্ত সামাজিক গণমাধ্যম ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের দ্বারা সমগ্র দেশবাসী সাক্ষী রইল৷ এই ঘটনার তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানিয়ে ২৫শে সেপ্ঢেম্বর,২১ (শনিবার) বিকাল ৩টায় কলকাতার অসম ভবনের সামনে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়৷ উক্ত সভায় বক্তব্য রাখেন--- কেন্দ্রীয় কমিটির সাংঘটনিক সচিব শ্রী জয়ন্ত দাশ, ‘আমরা বাঙালী’র প্রাক্তন কেন্দ্রীয় সচিব শ্রী বকুলচন্দ্র রায়, বাঙালী ছাত্র-যুব সমাজের সচিব তপোমায় বিশ্বাস ও বাঙালী মহিলা সমাজের পক্ষে গোপা শীল মহাশয়া৷

‘আমরা বাঙালী’র পক্ষ থেকে অসমের মুখ্যমন্ত্রী বিশ্বশর্র্মর পদত্যাগ দাবী করে তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়৷ ‘আমরা বাঙালী’র সংঘটনের কেন্দ্রীয় সাংঘটনিক সচিব জয়ন্ত দাশ, অসম ভবনের মুখ্য আধিকারিকের মারফৎ অসমের রাজ্য পালের নিকট দোষীদের শাস্তির দাবীতে এক স্মারকলিপি প্রদান করে৷

জলপাইগুড়িতে বিক্ষোভ ঃ গত ২৬শে সেপ্ঢেম্বর অসমে উচ্ছেদের নামে অসম পুলিশের অমানবিক আচরণের  প্রতিবাদে জলপাইগুড়ি শহরে কদমতলায় বিক্ষোভ সমাবেশ করেন ‘আমরা বাঙালী’ জলপাইগুড়ি জেলা কমিটি৷

অসমে দরং জেলায় সরকারী জমি থেকে উচ্ছেদের নামে পুলিশ যে অমানবিক আচরণ করে ও একজনকে পিটিয়ে খুন করে তার তীব্র প্রতিবাদ জানায় ‘আমরা বাঙালী’৷ তারা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কুশপুত্তলিকা দাহ করে৷ উক্ত সভায় বক্তব্য রাখেন খুশীরঞ্জন মণ্ডল, হরেন্দ্রনাথ রায়, রঞ্জন মণ্ডল, মহিম সরকার ও ত্যাজেন্দ্র মণ্ডল৷