আমরা বাঙালীর অসম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ এক বিবৃতিতে জানান---বিদেশী নোটিশ পেয়ে কাটিগড়ার আকলমনি নমশূদ্র যে বিভিষিকাময় পরিস্থিতির মধ্যে পড়েছেন, এই ধরনের পরিস্থিতির সম্মুখীন অসমে বসবাসকারী হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালী৷ এইসব ঘটনা নিয়ে বাদ প্রতিবাদ হচ্ছে বিভিন্ন দল-সংঘটনের পক্ষ থেকে, কিন্তু যে আইনে অসমে বসবাসকারী বাঙালীদের বিদেশী বানানো হচ্ছে সেই কুখ্যাত আইনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে৷ নতুবা এই পরিস্থিতি চলতেই থাকবে৷
শ্রী পুরকায়স্থ ২০১৪ সাল প্রধানমন্ত্রীর শিলচরের বক্তব্য তুলে ধরে বলেন---
‘‘আকলমনির ছেলে অর্জুন নমশূদ্র যখন বিদেশী হওয়ার জ্বালা থেকে মুক্তি পেতে গলায় দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেছিল, তার প্রতিবাদে আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে শিলচর রামনগরে নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন তার সরকার ক্ষমতায় আসলে আর কাউকে অর্জুন নমশূদ্রের মত অবস্থায় পড়তে হবে না৷ ডিটেনশন ক্যাম্প নামক জেলখানায় কাউকে যেতে হবে না, কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি৷ এখন পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে ৩০ জন মারা গেছেন৷ নাগরিকপঞ্জীর জটিলতায় আরও ৭০জন বাঙালী মারা গেছেন৷’’
আমরা বাঙালীর রাজ্যসচিব অসমের বাঙালীদের সাবধান করে বলেন--- সরকার নাগরিকত্ব সংশোধনী আইন নামক লালিপপ আমাদের সামনে রেখেছেন, কিন্তু তার কোন বিধি তৈরী না হওয়ায় সবই ধাপ্পায় পরিণত হয়েছে৷ তাই অসম চুক্তির আধারে তৈরী অসমের জন্য নাগরিকত্ব আইনের ৬ নং ধারা বাতিল না করা পর্যন্ত আকলমনির মতন লক্ষ লক্ষ বাঙালীর কোনমতেই মুক্তি হবে না, জেলখানায় গিয়ে মরতে হবে৷ ‘‘আমরা বাঙালী’’ অসম রাজ্য কমিটি সরকারের দুমুখো নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান রাখছে৷