অসমে ডিটেশন ক্যাম্পে মৃত্যুর মিছিল অব্যাহত

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

অসমে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে  আরও একজন বাঙালী বিদেশী তকমা নিয়ে  অমানবিক আচরনের শিকার হয়ে মারা গেলেন৷ গত এক মাসের মধ্যে অসমের  ডিটেনশন ক্যাম্পে বন্দি  তিনজন বাঙালী মারা গেলেন৷  একের পর এক মৃত্যু দেখেও  রাষ্ট্রের কোন হেল-দোল নেই৷

গত ১২ই অক্টোবর মারা যান দুলাল চন্দ্র পাল, এরপর ২৪ শে অক্টোবর ফালু দাস  নামে আরও  একজন মারা যান৷ গত ২৩শে নভেম্বর গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে বন্দি নিখিল বর্মন  জি, এস,সি এইচ  এ চিকিৎসা  চলাকালিন মারা যান৷  

তিনি গোয়ালপাড়ার  দুধৈনর গ্রামের বাসিন্দা  ছিলেন৷ ক্যাম্পের অমানবিক  পরিবেশে তিনি অসুস্থ হয়ে পড়েন৷  গত ৪ঠা  অক্টোবর থেকে তাঁর চিকিৎসা চলছিল৷

দুলাল ফালুর মৃত্যুর পর অসম সরকার  ক্যাম্পগুলোর উন্নতি করার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু  সবই যে অসার  বুলি নিখিলের মৃত্যু তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল৷ বর্মন পরিবারের দাবী  তাঁরা অসমের ভূমিপুত্র রাজবংশী সম্প্রদায়ের  মানুষ৷ বাঙলাদেশের  সঙ্গে  কোনকালেই  তাদের কোন সম্পর্ক নেই৷ তাদের কাছে  বৈধ নথিপত্রও আছে৷ তা সত্ত্বেও বিদেশী তকমা দিয়ে বন্দী করা হয় নিখিল বর্মণকে৷ সারা অসম বাঙালী যুবছাত্র ফেডারেশন, কোচ রাজবংশী মহাসভা নিখিলের মৃত্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করে৷ দুলাল, ফালুর পর নিখিল  অসমের  ডিটেনশন ক্যাম্পগুলিতে মৃত্যুর মিছিল অব্যাহত৷