আনন্দমার্গ প্রচারক সংঘ কর্ত্তৃক নগাঁও (অসম)-এর আমবাগানে গত ১৮ই ও ১৯শে নভেম্বর আনন্দমার্গ ধর্মমহাসম্মেলনের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের সূচনা হয় প্রভাত সঙ্গীত (শ্রীপ্রভাতরঞ্জন সরকার কর্ত্তৃক সুর করা), ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন ও সম্মিলিত ধ্যানের মাধ্যমে৷ এই উপলক্ষে ৪৮ ঘন্টা ‘ৰাৰা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷ আচার্য বিকাশানন্দ অবধূত, মার্গগুরু প্রতিনিধি আধ্যাত্মিকতা ও মানব জীবনের লক্ষ্য নিয়ে বত্তৃণতা দেন৷ তিনি বলেন, আমাদের লক্ষ্য অর্জনের জন্য মনই প্রধান উপাদান৷ মন যদি ইতিবাচকতার দিকে অগ্রসর হয় তবে আমরা অবশ্যই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি৷ আচার্য বিকাশানন্দ অবধূত বলেছেন যে ধ্যান ও সাতিক খাদ্য পরমপুরুষের কাছাকাছি আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়৷ এছাড়াও তিনি শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজি দর্শন অনুসারে ব্রহ্ম ধারণা নিয়ে আলোচনা করেছেন৷ ব্রহ্ম হলেন সত্ত্বা, যিনি অন্য সত্তাকে মহান করেন৷ আনন্দমার্গ ইয়ূনিবার্সলের রিলিফ টিম এই উপলক্ষ্যে বেশি কম্বল বিতরণ করেছে৷ আনন্দমার্গ প্রচারক সংঘের সাংস্কৃতিক শাখা প্রভাত সঙ্গীত এর উপর ভিত্তি করে একটি প্রাণবন্তু সাংস্কৃতিক সন্ধ্যার আায়োজন করে৷