অসমে দূর্গাপূজার ব্যানার ছেঁড়ার প্রতিবাদে আগরতলা কলিকাতায় আমরা বাঙালীর বিক্ষোভ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অসমে দূর্গাপূজায় বেশকিছু মণ্ডপে লাচিত সেনা নামে কিছু উগ্র অসমিয়া বাংলা ব্যানার ছিঁড়ে দূর্গা মণ্ডপে হামলা করে৷ দুষৃকতিদের বিরুদ্ধে অসম সরকার কোন ব্যবস্থা নেয়নি৷ গত ৩রা নভেম্বর কলকাতা সল্টলেকে  অসম ভবনে আমরা বাঙালী সংঘটনের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায় ও অসমের মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেন৷ আমরা বাঙালী নেতৃবৃন্দের অভিযোগ অসম সরকার নীরব থেকে অসমে জাতিদাঙ্গা সৃষ্টিকারীদের সমর্থন করছে৷ আমরা বাঙালীর দাবী অবিলম্বে দুষৃকতিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে৷ জ্যোতিবিকাশ সিন্‌হা, জয়ন্ত দাশ তপোময় বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন৷ ত্রিপুরায় আগরতলা শহরেও আমরা বাঙালী সংঘটনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷