অসমে নির্বাচন শেষ হতেই বাঙালী বিতাড়ণের আয়োজন শুরু

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অসমে সংসদীয় আসনের নির্বাচন শেষ৷ সরকারের বাঙলা প্রেমও উধাও৷ ভোট মিটলেই বিদেশী বাছাই শুরু হবে এমন আতঙ্ক নির্বাচনের সময়ই বাঙালীদের গ্রাস করেছিল৷ সেই আতঙ্ক সত্য করে প্রায় তিন শতাধিক মানুষকে ডি-ভোটার থেকে বিদেশী ঘোষণা করল ফরেনার্স ট্রাইব্যুনাল৷ রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার তিনশত ব্যষ্টির তালিকা স্থানীয় রাতাবাড়ি থানায় এসে পৌঁচেছে৷ রাতাবাডি থানার ও.সি স্বীকার করেছেন বিদেশী ঘোষণার কথা৷ থানাসূত্রে জানা যায় যাদের নামের তালিকা থানায় এসে পৌঁচেছে ইতিমধ্যে তাদের থানায় ডাকা হয়েছে৷ অর্থ ও পরিবার যোগ্য ব্যষ্টি না থাকায় অনেকেই ফরেনার্স ট্রাইব্যুনালে বিষয়টি তুলে ধরতে পারেনি উপযুক্ত নথিপত্র নিয়ে৷ অনেকের দাবী তারা ভারতীয় হয়েও নাগরিকত্ব হারিয়ে বিপাকে পড়ছেন৷

পশ্চিমবঙ্গে নাগরিকত্বের শুনানি শুরু ঃ নির্বাচন এখনও শেষ হয়নি৷ ইতিমধ্যে শুরু হয়ে গেছে নাগরিকত্ব দেওয়ার শুনানি৷ নদীয়া জেলায়  নাগরিকত্ব পাওয়ার আবেদন করে প্রায় দুই’শতাধিক আবেদন জমা পড়েছে৷ শুনানির সময় অনেকেই উপযুক্ত নথি জমা দিতে পারেননি৷ তাঁদের অবস্থান নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ আবেদনের অর্থই নিজেকে বাংলাদেশী বলে স্বীকার করে নেওয়া৷ বিরোধীদের দাবী এখন উপযুক্ত নথি জমা দিতে না পারলে নাগরিকত্বহীন হয়ে যাবে আবেদনকারীরা৷ কেন্দ্রীয় শাসকদলের বক্তব্য আবেদন বাতিল হওয়ার অর্থ আবেদনকারী  ভারতের নাগরিক৷