অসমের নূতন নাগরিক পঞ্জী প্রায় দেড় কোটি বাঙালীকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে!

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৯৭১ সালের ২৪শে মার্চকে  ভিত্তি ধরে যে প্রক্রিয়ায় অসমে নাগরিক পঞ্জির কাজ চলছে, তাতে অসমে বসবাসকারী দেড় কোটি বাঙালীকে আত্মহত্যার  দিকে  ঠেলে দেওয়া হচ্ছে৷ ইতিমধ্যে অনেকেই  আত্মহত্যা করেছেন৷ বি,জে,পি  সরকার  যদিও ৭ই সেপ্ঢেম্বর  ২০১৫ সালে  আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে  আগত  ধর্মীয় সংখ্যালঘুদের ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর অবধি  নাগরিকত্বের  আবেদনের  সুযোগ  দিয়ে নোটিফিকেসন জারী করেছেন, কিন্তু  তা এখন  পর্যন্ত  কোন সুনির্দিষ্ট আইনে পরিণত  হয়নি৷ নাগরিকপঞ্জি নিয়ে  সারা অসম রাজ্য বাঙালীদের  মধ্যে ত্রাসের সৃষ্টি হয়েছে৷

এই পরিপ্রেক্ষিতে ‘আমরা বাঙালী’র অসম রাজ্য সচিব সাধন পুরকায়স্থ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, অসমের বাঙালীরা যখন দিশেহারা তখন  বাঙালীদের  রাজ্য পশ্চিবঙ্গ নির্বিকার৷ আমরা  পশ্চিবঙ্গের বুদ্ধিজীবী, সংবাদপত্র ও সরকারের এই ভূমিকার নিন্দা জানাচ্ছি৷

বর্তমানে যে পরিস্থিতি চলছে, তাতে প্রায় দেড় কোটি বাঙালীর আত্মহত্যা ছাড়া অন্য কোন পথ নেই৷  দেশভাগের সময়কার  পরিস্থিতি থেকেও বর্তমান পরিস্থিতি ভয়ঙ্কর  বলে  আমরা মনে করি৷ রোহিঙ্গাদের চেয়ে খারাপ  পরিস্থিতির  সম্ভাবনা দেখা দিয়েছে৷

‘আমরা বাঙালী’ দল সারা দেশে ঐক্যবদ্ধ বাঙালী আন্দোলন ছড়িয়ে  দেওয়ার আহ্বান রাখছে৷ আমাদের দাবী, অসহায় বাঙালীদের  রবার  জন্য পৃথক নাগরিকত্ব আইন চাই৷ এটাই একমাত্র সমাধান৷