অসমের তিনসুকিয়ায় বাঙালী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

চুঁচুড়া, ৩রা নভেম্বর ঃ গত ১লা নভেম্বর রাতে অসমের তিনসুকিয়ার ধলা অঞ্চলে পাঁচজন নিরীহ বাঙালীকে গুলি করে হত্যা করার প্রতিবাদে চন্দননগর ও চুঁচুড়ায় ‘আমরা বাঙালী’  হুগলী জেলার পক্ষে বিক্ষোভ সভা, মিছিল ও কুশপুত্তলিকা দাহ অনুষ্ঠিত হয়৷ বিকেল ৪ ঘটিকায় চন্দননগরের তালডাঙ্গা মোড় থেকে শুরু করে চুঁচুড়ার তোলা ফটক হয়ে এই বিক্ষোভ মিছিল খাদিনা মোড়ে সন্ধ্যা ৭ ঘটিকায় সমাপ্ত হয়৷ এই প্রতিবাদ সভাগুলিতে বক্তব্য রাখেন জেলা সচিব জ্যোতিবিকাশ সিন্হা, প্রবীণ প্রাউটিষ্ট প্রভাত খাঁ, মহাদেব কুণ্ডু, গোবিন্দ প্রসাদ পাল ও চিন্ময় তোষ প্রমুখ৷ সকল বক্তাই বাঙালী নিধন ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ জানান৷ এই বিক্ষোভ সভায় হুগলী জেলার বিভিন্ন ব্লক থেকে ‘আমরা বাঙালী’র কর্মী ও নেতৃবৃন্দ সমবেত হন৷ সমগ্র অনুষ্ঠানটি সংঘটিত করেন শ্রীরামকমল দাশ ও অভিরাম বাগ৷ সবশেষে খাদিনা মোড়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের কুশপুত্তলিকা দাহ করা হয়৷ এই বিক্ষোভ সভার মাধ্যমে ওই অঞ্চলে যথেষ্ট উদ্দীপনা ও বাঙালী হত্যার প্রতিবাদে মানুষদের সরব হতে দেখা যায়৷