অসমের তিনসুকিয়ায় প্রাকৃতিক গ্যাসের কুয়োয় আগুন, মৃত ২

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত মঙ্গলবার অর্থাৎ ৯ তারিখ মধ্যাহ্ণে অসমের  তিনসুকিয়ার বাঘজান এলাকায় খনির এক প্রাকৃতিক গ্যাসের কুয়োয় ভয়াবহ আগুন লেগে যায়, ঘটনা ঘটার ২৪ ঘন্টার মধ্যে    আগুন নেভানোর কাজে  নেমেছিলেন সংস্থার নিজস্ব দমকল  কর্মীরা  । কিন্তু  তাঁদের মধ্যে  দুর্লভ গগৈ ও টিকেশ্বর গোঁহাই  নামে দুজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না । এ দিন সকালে তাঁদের মৃত দেহ উদ্ধার হয় । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আগুনের হাত থেকে বাঁচতে ওই জলায় তাঁরা লাফ দিয়েছিলেন । কিন্তু পরে সেখান জলা থেকে নিজেদের মুক্ত করতে অক্ষম হওয়ার কারণে ঘটনাস্থলেই জলে ডুবে তাদের মৃত্যু ঘটে । তাঁদের দেহে পুড়ে যাওয়ার কোন ক্ষত পাওয়া যায়নি ।

এরপর আগুন আয়ত্তে আনার জন্যে এন.ডি.আর. এফ-দের অর্থাৎ ডিজাস্টার রেসপন্স টিমকে নামানো হয়েছে । তাদের সহযোগিতা করছে সেনাবাহিনী । এছাড়া আগুন নেভানোর কাজে বায়ু সেনাকেও নামানো হয়েছে ।

তদন্তে জানাগেছে, দেড় কিমি ব্যাসার্ধের কুয়োর মধ্যেই আগুন সীমাবদ্ধ রয়েছে । কিন্তু এই আগুনকে আয়ত্তে আনা কিছুতেই সম্ভব হয়নি, কারণ কুয়ো থেকে বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসই আগুনকে বেশী ইন্ধন জুগিয়েছে । অগ্ণিকান্ডের জেরে আশপাশের ৫০ থেকে ৬০টি ঘর পুড়ে গিয়েছে । এ নিয়ে ওই সংস্থাটির বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভও করে,  সূত্র অনুযায়ী পাওয়া খবর থেকে জানা গেছে, ওই আগুন আয়ত্তে আনতে প্রায় ১ মাসের কাছাকাছি সময় লাগতে পারে ।