কেন্দ্রীয় শাসকদলের দুই নেতানেত্রীর দায়িত্বজ্ঞানহীন মন্তব্য দেশের কোন স্তরের মানুষই সমর্থন করেননি৷ সর্বস্তর থেকেই প্রতিবাদ হচ্ছে৷কেন্দ্রের শাসকদলও প্রথম দিকে নীরব থেকে সমর্থন করলেও অবস্থার চাপে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে৷
কিন্তু এই মন্তব্যের প্রতিবাদে গত ৯ই জুন হাওড়ায় কিছু অঞ্চলে জাতীয় সড়ক অবরোধ করে প্রায় ১২ ঘন্টা বিক্ষোভ দেখানো হলো হাজার হাজার মানুষকে নরক যন্ত্রনার মধ্যে রেখে তা মোটেই সমর্থন যোগ্য নয়৷ অবরোধকারীদের ভাবা উচিত ছিল মন্তব্য যারা করেছে তাদের সঙ্গে এই রাজ্যের কোন সম্পর্ক নেই৷ রাজ্যের শাসকদল, বাম-কংগ্রেসের মত বিরোধী দলগুলো সকলেই এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে ও দলগতভাবে এই রাজনৈতিকদলগুলো কেউই সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেয় না৷ তাছাড়া এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ঐতিহ্য আছে৷ তাই বিজেপির জুই নেতানেত্রীর মন্তব্য যেমন চরম অসহিষ্ণুতার পরিচয় দিয়েছে তেমনি যন্ত্রনাদায়ক ওই অবরোধও নিষ্ঠুর অমানবিক আচরণ৷ দুটির কোনটাই ধর্মের শিক্ষা নয়৷ প্রকৃত মানবধর্ম পরমত সহিষ্ণুতা ও সংযত আচরণের শিক্ষা দেয়৷