আসন্ন ২০৩০ ফুটবল বিশ্বকাপ  আয়োজন করতে এগিয়ে সৌদি

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

২০৩০ বিশ্বকাপের আয়োজনের জন্য ইতিমধ্যেই অনেক দাবিদার তৈরী হয়েছে৷ স্পেন এবং  পর্তুগাল অনেক আগেই জানিয়েছে যে তারা যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করতে চায়৷ উয়েফার সমর্থনও রয়েছে তাদের প্রতি৷ দৌড়ে রয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়েও৷

কিন্তু শোনা গিয়েছে, এই কর্মকাণ্ডে উৎসাহ  দিচ্ছে আমেরিকার একটি সংস্থা৷ মূলত সৌদি আরবকে সমর্থন করছে তারা৷ এমনকি ইটালি রাজি না থাকলে মরক্কো বা মিশরের সঙ্গে জুটি বাঁধতেও নির্দেশ দেওয়া হয়েছে সৌদি আরবকে৷

তাই ২০৩০ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চাইছে সৌদি আরব ও ইটালি৷ ইংল্যাণ্ডের এক শীর্ষস্থানীয়  ওয়েবসাইটের প্রতিবেদনে এমনই কিছু দাবী লক্ষ্য করা হয়েছে৷ এই করোনা পরিস্থিতির কারণে বিশ্বকাপ ফুটবল সংস্থা সৌদিতেই এই প্রতিযোগিতা হওয়াকেই সঠিক স্থান বলে মনে করছেন৷ তার দরুণ এই ক্লাইমেটেই ফুটবল খেলার পক্ষে ঠিক মনে করা হচ্ছে৷ এই জন্যে তাঁরা সৌদিকে ও ইটালির মতো স্থানেই বিশ্বকাপ ফুটবল ২০৩০ এর আয়োজন জন্য প্রস্তুতি নিচ্ছেন৷ এছাড়া যেখানে আমেরিকার মতো দেশ একমাত্র সৌদি আরবকেই সমর্থন করেছে ও তাঁদের এই সিদ্ধান্তের প্রতিও সমর্থন জানিয়েছেন৷

এটাই পরবর্ত্তী সময়ে দেখার, যে দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে ফুটবল বিশ্বকাপ দেখার জন্য তাঁদের জন্য ২০৩০ এ কোন দেশে এই খেলা আয়োজিত হবে৷