আসন্ন অষ্টেলিয়া টেস্ট সফরে  তিনটি টেস্টে নেতৃত্ব দেবে না বিরাট

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

আইপিএল খেলার শেষ হওয়ার সাথে সাথেই ভারতীয় দল গত বুধবার অষ্ট্রেলিয়ার সফরে চলে গেছে৷ কোহলি দলের সঙ্গে যাচ্ছেন কারণ টি-টোয়েন্টি  ও ওয়ানডের পুরো সিরিজটাই খেলবেন তিনি৷  অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট হবে আগামী ১৭-২১শে ডিসেম্বর৷ এটাই বিদেশের মাটিতে ভারতের প্রথম দিনরাতের টেষ্ট৷ কিন্তু সম্ভবত বিরাটের পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি এই সফরে তিনটি টেস্ট খেলতে পারবেন না৷ জানা গিয়েছে তাঁর স্ত্রী সন্তানসম্ভবা, স্ত্রী পাশে থাকার জন্যে ফিরে আসতে চান বিরাট, এই কারণে তিনটি টেস্টের জন্যে ছুটি চেয়েছেন ভারত অধিনায়ক৷ ভারতীয় ক্রিকেট বোর্ড সেই ছুটি মঞ্জুর করে নিয়েছে ও শেষ তিনটি টেস্টে অধিনায়কত্ব করবেন অজিঙ্ক রাহানে৷ 

এ অন্যদিকে আর এক সমস্যার সৃষ্টি হয়েছে, আইপি.এলে ঋদ্ধিমানের গুরুতর চোট৷  ঋদ্ধি অষ্ট্রেলিয়া সফরের আদও খেলবেন কি না নিয়ে নানা জল্পনার সৃষ্টি হয়েছে৷ আবার এদিকে হ্যামস্ট্রিংএ কাবু রোহিত শর্মাকে দলে খেলবে কিনা সেটা নিয়ে নানান সমস্যার সৃষ্টি হয়েছিল কিন্তু এমতবস্থায় জানা গেছে যে রোহিত অষ্ট্রেলিয়া সফরে খেলবে৷ অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে রাহানে কে নয় রোহিতকেই চাইছেন অনেকেই অধিনায়ক হিসেবে৷