আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে তরুণদের সাথে অভিজ্ঞদের দলে রাখা আবশ্যক ---সৌরভ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শ্রীলঙ্কার টেষ্টসিরিজের পর  এবার আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি শুরু হবার জন্য তৈরী সেই ম্যাচকে মাথায় রেখে কিছু বক্তব্য রাখলেন সৌরভ, তিনি মনে করেন, এই ম্যাচের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় তা হল দল নির্বাচন, তিনি  অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, বিরাট কোহালি, এদের কথা মাথায় রেখেছেন কারণ এদের দক্ষিণ আফ্রিকায় খেলার ভালো অভিজ্ঞতা আছে৷ এছাড়া রাহানে শ্রীলঙ্কা সিরিজে ভাল ফল করেনি বলে  এবারে খারাপ খেলবে এটার কোনো যুক্তি নেই, কারণ রাহানের অভিজ্ঞতা আছে দক্ষিণ আফ্রিকাতে খেলার, তাই নিজের ভূল ত্রুটি শুধরে ভালভাবে খেলতে পারবে৷ সৌরভ মনে করেন৷ তাই তিনি বলেন তরুণদের পাশাপাশি অভিজ্ঞদের দলে রাখাটা আবশ্যক, এতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ভারতের ব্যাটিং এ কোনো সমস্যা না হওয়ারই সম্ভাবনা স্বাভাবিক৷