অশোকনগরের একটি সংঘটনের উদ্যোগে ‘লক্ষ্মী চক্রবর্তী সেন্টিনারি মহিলা ফুটবল প্রতিযোগিতা’র আসর বসেছিল এখানকার বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গনে৷ গত রবিবার ফাইনাল ম্যাচে দর্শক ঠাসা মাঠে হাবড়া গার্লস ফুটবল অ্যাকাডেমির হাড্ডা লড়াইয়ের পর টাইব্রেকারে দত্তপুকুর জাগ্রত সঙ্ঘ হারিয়ে দেয়৷ গত ১৫ই জুলাই থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা৷ জেলা ছাড়াও যোগ দিয়েছিল কলকাতার দলও৷ গত রবিবার বিকেলে চূড়ান্ত পর্বের খেলায় দুইটি দলই গলা ফাটান দর্শকেরা৷ প্রথমে খেলার রাশ ছিল দত্তপুকুরের খেলোয়াড়দের পায়ে৷ প্রথমার্ধেই দত্তপুকুরের হয়ে গোল করে শ্বেতা কুণ্ডু৷ দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার ৯মিনিট আগে বিপক্ষের বক্সে বিপক্ষ খেলোয়াড়ের হাতে বল লাগায় পেনাল্টি পায় হাবড়ার দলটি৷ পেনাল্টিতে রাখি রায় গোল করে খেলায় সমতা ফেরায়৷ ম্যাচ হয়ে যায় টাই৷
দত্তপুকুরের হয়ে খেলতে আসা মামণি দাস ও অপর্ণা দে বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় দেশের হয়ে খেলেছেন৷ ওই দলের হয়ে ফাইনালে সাথী দেবনাথ , মৌ চক্রবর্তী, তনুশ্রী পাত্র, অলি দত্ত, সঞ্চিতা ওরাংয়ের খেলাও দর্শকদের নজর কেড়েছে৷
প্রতিযোগিতার সেরা গোলকিপার নির্বাচিত হন হাবড়ার দলের ঐন্দ্রিলা কর৷ প্রতিযোগিতার সেরা খেলোয়াড় সমরেশ চৌধুরী৷ আয়োজক সংঘটনের সম্পাদিকা পৌলোমী ঘোষ বলেন, ‘‘খেলাধুলোর মাধ্যমে মহিলারাও যে সমাজে এগিয়ে যেতে পারেন, তাঁরাও যে সমাজে ক্ষমতার অধিকারী হতে পারেন, তা তুলে ধরতেই এই আয়োজন৷