অষ্ট্রেলিয়াকে হারিয়ে ভারত টেষ্ট রাঙ্কিংয়ে বিশ্বসেরা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ক্রীড়া সংবাদদাতা ঃ ধরমশালা ষ্টেডিয়ামে ভারত অষ্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে তৃতীয় তথা শেষ টেষ্ট জিতে নিল৷ সাথে সাথে বিশ্ব ক্রিকেটে ভারত টেষ্ট র্যাঙ্কিংয়ে সেরার মুকুট নিজেদের দখলে রাখতে সমর্থ হল৷ এই টেষ্টে প্রথম ইনিংসে অষ্ট্রেলিয়া তিনশ রানের গণ্ডি পার করেছিল৷ কিন্তু ভারত অনায়াসে ওই রান অতিক্রম করে যায়৷ দ্বিতীয় ইনিংসে অষ্ট্রেলিয়া অশ্বিন-উমেশের দুরন্ত স্পিন আর পেসে দিশেহারা হয়ে পড়ে চতুর্থ ইনিংসে ভারতকে সহজ টার্গেট দিতে বাধ্য হয় অসিরা৷ মাত্র দুই উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে সিরিজ পকেটে পুরে নেয় ভারত৷
এই সিরিজে নিজেকে মেলে ধরলেন রাহুল৷ে আট ইনিংসে ছটা হাফ সেঞ্চরী ধরমশালায় দ্বিতীয় ইনিংসে ৫১ রানের ঝকঝকে ইনিংস৷
ওদিকে সবার থেকে একটু আলাদা অজিঙ্ক রেহানে ২৭ বলে দুরন্ত ৩৮ রান করলেন পুরো টি-টোয়েণ্টি ধাঁচে৷ প্রায় উচ্ছাস নেই তাঁর মধ্যে জয়ের স্বাদ ভেতরে ভেতরে উপভোগ করলেন৷ হাত মেলালেন সব অজি ক্রিকেটারের সঙ্গে অধিনায়ক হিসেবে তাঁকে বাইরে থেকে আগ্রাসন মনোভাবের মনে হয়নি বিরাটের মত৷ কিন্তু মস্তিষ্ককে ঠাণ্ডা রেখে বোলার পরিবর্তন করেছেন৷ মনে রাখতে হবে প্রথম ইনিংসে অষ্ট্রেলিয়া যখন ১৩১-১ ৷ তখন লাঞ্চের পরে কুলদীপ নায়ারকে দিয়ে টানা বল করানো৷ কুলদীপের চায়নাম্যানের ভেল্কিতেই তফাৎ হয়ে যায় ভারত-অষ্ট্রেলিয়া তৃতীয় টেষ্টের ফল৷ অজি সাংবাদিকরা তো বলছেন রেহানে চিন্তা বাড়িয়েছে বিরাটের৷
দেশের মাটিতে ভারত জিতেছে ঠিকই এখন লক্ষ্য বিদেশের মাটিতে সিরিজ জয়৷ আগামী দিনে বিরাট কোহলি নেতৃত্বে ভারত খেলবে অষ্ট্রেলিয়া, ইংল্যাণ্ড ও দক্ষিণ আফ্রিকাতে এই তিন দেশই নিজেদের মাটিতে ভারতকে নাস্তানাবুদ করার চেষ্টা করবে৷ মনে রাখতে হবে এই তিনটি দেশই ভারতের মাটিতে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে৷ ভারতের আর এক চিন্তা বিরাটের অফ ফর্ম ৷পাঁচ ইনিংসে বিরাটের মোট রান ৪৬ তাই ভারতকে বিদেশের মাটিতে সাফল্য পেতে হলে বিরাটকে ব্যাটে সফল হতেই হবে ৷