সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবীর পরিপ্রেক্ষিতে ২০২৫ আন্তর্জাতিক নববর্ষের প্রাক মূহূর্তে আনন্দনগর অস্থিপাহাড়ের পাদদেশে আনন্দমার্গ জাগৃতি ভবনের নিকটবর্তী মারামু, তাহেরবেড়া, বড়রোলা ভুচুংডি, সামলাট্যাড় গ্রাম ও টোলার ছেলেমেয়েদের নৈতিক ও নব্য মানবতাবাদী শিক্ষা প্রদানের উদ্দেশ্য আনন্দমার্গ শিক্ষা বিভাগের পক্ষ থেকে ২৭শে ডিসেম্বর’২৪ আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ের উদ্ভোধন করা হয়েছে৷