অস্থিপাহাড়ে আনন্দমার্গ স্কুলের উদ্ভোধন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবীর পরিপ্রেক্ষিতে ২০২৫ আন্তর্জাতিক নববর্ষের প্রাক মূহূর্তে আনন্দনগর অস্থিপাহাড়ের পাদদেশে আনন্দমার্গ জাগৃতি ভবনের নিকটবর্তী মারামু, তাহেরবেড়া, বড়রোলা ভুচুংডি, সামলাট্যাড় গ্রাম ও টোলার ছেলেমেয়েদের নৈতিক ও নব্য মানবতাবাদী শিক্ষা প্রদানের উদ্দেশ্য আনন্দমার্গ শিক্ষা বিভাগের পক্ষ থেকে ২৭শে ডিসেম্বর’২৪ আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ের উদ্ভোধন করা হয়েছে৷