আই এস এলে এসসি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ আগামী ২১শে নভেম্বর৷ অর্র্থৎ আগামী মাসের তৃতীয় সপ্তাহেই শুরু হবে গোয়ায়৷ তার আগে কলকাতার দুই প্রধান এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান ব্যস্ত প্রস্তুতিতে৷ যদিও আট দিন মাঠে নেমে অনুশীলন বন্ধ হতে চলেছে লাল-হলুদ শিবিরে৷
মানলো দিয়াসের প্রশিক্ষণাধীন এসসি ইস্টবেঙ্গল দল কোয়রান্টিন পর্ব শেষ করে মাঠে নেমে গিয়েছিল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে৷ প্রস্তুতি ম্যাচেও ড্যানিয়েল চিমা, মহম্মদ রফিকদের দেখে নিয়েছিলেন মানলো৷ মঙ্গলবার কিংবা তার পরের দিন টিম হোটেল বদল করছে এসসি ইস্টবেঙ্গল৷ সে কারণে ফের আট দিনের কোয়রান্টিন পর্ব কাটাতে হবে অরিন্দম ভট্টাচার্যদের৷ এই সময়ে মাঠে নেমে অনুশীলন হবে না৷ হোটেলের ঘরেই কোচ ও ট্রেনারদের নির্দেশ মেনে শরীরচর্র্চ করবেন দলের ফুটবলারেরা৷
আইএসএলে এসসি ইষ্টবেঙ্গলের প্রথম ম্যাচ আগামী ২১শে নভেম্বর ,যে ম্যাচে তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি৷ মানলো দিয়াস ইতিমধ্যেই চূড়ান্ত দল বেছে নিয়েছেন৷ তাই এই নতুন কোয়রান্টিন পর্ব নিয়ে চিন্তিত নন তিনি৷ জানিয়েছেন, হোটেল বদলের পরে আট দিন সেখানেই প্রস্তুতি-পর্ব চালিয়ে রণনীতির মহড়া দিতে মাঠে নামার পরেও প্রায় তিন সপ্তাহ সময় পাবেন৷ তারমধ্যে দলকে তৈরি করে নিতে পারবেন সমস্যা হবে না৷
এদিকে, প্রাক-মরসুম প্রস্তুতি পর্ব সেরে আগেই এএফসি কাপ খেলায় দেরিতে মাঠে অনুশীলন শুরু করেছে এটিকে-মোহনবাগান৷ স্পেনীয় কোচ আন্তোনিয়ো লোপেস হাবাসের প্রশিক্ষণে প্রস্তুতি চলছে সবুজ-মেরুন শিবিরের৷ দলের সব ফুটবলালেরা চলে এলেও প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট-সহ বিভিন্ন জিনিস খোয়া গিয়েছে, চলতি মরসুমে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি থেকে কলকাতার এই দলে খেলতে আসা হুগো বুমোসের৷ আগামী সপ্তাহের মধ্যে সমস্যা মিটিয়ে বুমোসও হয়তো চলে আসতে পারেন৷