এএ. আই. ইয়ূ. ডি. এফ প্রধান বদরউদ্দিন আজমলের মাতৃভাষা নিয়ে আত্মঘাতী বিবৃতির তীব্র নিন্দা করে আমরা বাঙালী দলের অসম রাজ্য সচিব সাধন পুরকায়স্ত বলেন---কোন রাজ্যে কার কি মাতৃভাষা হবে, তা রাজনৈতিক নেতা বা ধর্মীয় নেতারা নির্ধারণ করে দেন বা আবেদন করে অপরের মাতৃভাষা লোক গণনায় লিখনের জন্য বলা হয়৷ সেই রাজ্যে সামাজিক পরিস্থিতি যে চাপের মুখে বা আতঙ্কের মধ্যে বিরাজ করছে তা বলার অপেক্ষা রাখে না৷ এই ক্ষেত্রে অসম সরকার এই সাংবিধানিক , মৌলিক অধিকার হরণের প্রক্রিয়া থেকে অসমবাসী বিভিন্ন ভাষা-সংস্কৃতিকসম্পন্ন জনগোষ্ঠীর নিজস্ব স্বাতন্ত্র্য পরম্পরা রক্ষার ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না৷ ‘‘আমরা বাঙালী’’ অসম রাজ্য কমিটি সরকারের ভূমিকার তীব্র নিন্দা করছে, তেমনি যারা এই নক্ক্যারজনক বিপথগামী পথ বেছে নিয়েছেন তাদেরও নিন্দা জানাচ্ছে৷ সাংবিধানিক অধিকার অবমাননার দায়ে এদের অভিযুক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবী জানাই৷
গতকাল অসমের দরং এ. এ. আই ইউ.ডি.এফ প্রধান বদরউদ্দিন আজমন তার দলের সকল কর্মকর্র্তদের এই বলে নির্দেশ দিয়েছেন যে, রাজ্যবাসী সকল ভাষাভাষী জনগোষ্ঠী যেন আগামী ২০২১ এর জন গণনায় নিজেদের মাতৃভাষাকে পরিত্যাগ করে অসমীয়া ভাষাকে মাতৃভাষা হিসেবে লিপিবদ্ধ করেন, এইভাবে প্রচার চালানোর জন্য৷ তাহলে বড়ো, কার্বি ডিমাবমা ইত্যাদি জনগোষ্ঠীর লোকে কি তাদের মাতৃভাষা ত্যাগ করবেন? না তাহা কিছুতেই হবে না৷ সুতরাং এই আত্মঘাতী রাজনীতির খেলায় কোন বাংলা ভাষী মানুষ যেন পা না দেন ও আগামী লোকগণনায় নিজের সাংবিধানিক এবং মৌলিক অধিকার রক্ষায় নিজের মাতৃভাষা ‘‘বাংলা’’কে লিপিবদ্ধ করেন, ‘‘আমরা বাঙালী’’ অসম রাজ্য কমিটি রাজ্যবাসীর কাছে এই আহ্বান রাখছে৷ পাশাপাশি আমার মাতৃভাষার অধিকার, সাংবিধানিক অধিকার, ভারতীয় সংবিধান ৩০ নং ধারা যারা হরণ করতে চায় তাদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানাচ্ছে৷
নিবেদক ---সাধনপুরকায়স্থ, সচিব আমরা বাঙালী অসম, রাজ্য কমিটি