ঘোষণায় আত্মনির্ভরতা, পরিকল্পনায় রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্ণিকরণ---এই হল দ্বিতীয় মোদি সরকারের তৃতীয় বাজেটের সারকথা৷ ১লা ফেব্রুয়ারী ২০২১-এর বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে ঘোষণা করেন কেন্দ্রীয় রাষ্টায়ত্ত সংস্থাগুলিকে বিলগ্ণিকরণ করা হবে৷ কৌশলগত কারনে চারটি ক্ষেত্রে সামান্য অংশীদারিত্ব থাকবে সরকারের৷ অর্থমন্ত্রীর কথায় রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের জন্যে নির্দিষ্ট রোডম্যাপ তৈরী হয়েছে৷ নীতি আয়োগ ঠিক করবে কোন কোন রাষ্ট্রায়ত্ব সংস্থার বিলগ্ণিকরণ করা হবে৷ তবে ২০২১-২২ সালের জন্যে সরকারের তালিকায় আছে ভারত পেট্রলিয়াম শিপিং কর্র্পেরেশন অফ ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া, আই.ডি.আই ব্যাঙ্ক, ভারত আর্থ মুভার্স লিমিটেড৷
আয়কর নিয়ে নীরব সরকার ঃ ৭৫ বছরের বেশী বয়সই প্রবীণ নাগরিকদের রিটার্ন ফাইল করার প্রয়োজন হবে না৷ এর বাইরে আয়কর নিয়ে অর্থমন্ত্রী আর কোন বাক্য ব্যয় করেন নি৷ তবে উচ্চ আয়ের নাগরিকদের মনে কোভিড সেসের একটা আশঙ্কা ছিল, সেই আশঙ্কা থেকে আপাতত মুক্ত৷ তবে প্রধান নাগরিকদের কয়েকটি শর্ত দেওয়া হয়েছে--- প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে, সরকার নির্দিষ্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকবে হবে, পেনশন বাদে অন্যকোন আয়ের ক্ষেত্রে এই ছাড় মিলবে না৷
নূতন জাতীয় শিক্ষানীতি ঘোষণা করেছে সরকার৷ তবে অর্থমন্ত্রী তাঁর বাজেটে শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দেন নি৷ বরং ৬.১৩ শতাংশ বরাদ্দ কমেছে৷ গতবারের তুলনায় যার পরিণাম ৬ হাজার কোটি টাকার বেশী৷ শুধু স্কুল শিক্ষাখাতে কাটা হয়েছে ৪৯৭২ কোটি টাকা৷
বঞ্চিত বাঙলাঃ বড় রকমের ভোটের ভেট আশা করেছিল বাঙলার মানুস, কারণ এবার বাঙলা দখলে কোমর বেঁধে নেমেছে বিজেপি৷ তাই বাঙলার মানুষ একটু অতিরিক্ত আশা করেছিল৷ বাঙলা দখলের শ্লোগান যখন সোনার বাঙলা তাই আশা করাটা অন্যায় নয়৷ কিন্তু বাঙলার ভাঁড়ে মা ভবানী! তৃণমূল ত্যাগী বঙ্গবীরেরা তাই গলা থেকে ফুলিয়ে সোনার বাঙলার জন্যে যতই চিৎকার করুন অমিত সাহের সঙ্গে গলা মিলিয়ে কিন্তু বাঙলার প্রতি বঞ্চনার নীতি থেকে কেন্দ্র একপাও সরছে না৷
তবে ভোটের লক্ষ্যে চাররাজ্যকে কিছু উপহার দিয়েছে, সেখানেও বাঙলাকে বঞ্চনা করা হয়েছে৷ যে চার রাজ্যে এবার ভোট হচ্ছে আয়তনে ও জনসংখ্যায় বাঙলাই সবার বড়,কিন্তু বাঙলার বরাদ্দ সবার কম৷ হাইওয়ে প্রকল্পে তামিলনাড়ু পাচ্ছে ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা, কেরল ৬৫ হাজার কোটি টাকা৷ অসম পাচ্ছে ৫৩ হাজার কোটি টাকা সেখানে বাঙলার জন্যে বরাদ্দ মাত্র ২৫ হাজার কোটি টাকা৷ সোনার বাঙলার পথেই এগোচ্ছে কেন্দ্রীয় সরকার৷