বিরাট কোহলির হাতে ধরা বিশ্বকাপের ছবি যতই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা কল্পনা করুন না কেন, তা দেখছেন না সুনীল৷ তিনি আয়োজক দেশ ইংল্যাণ্ডকেই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ দল হিসাবে মনে করছেন৷
গত মঙ্গলবার ব্রিটিশ হাই-কমিশনারের বাসভবনে গাওস্কর বলেছেন, ‘‘গত দুই তিনবারের বিশ্বকাপের ইতিহাস দেখলে পরিষ্কার যে আয়োজক দেশই চ্যাম্পিয়ন হচ্ছে৷২০১১ সালে যেমন আয়োজক ভারত জিতেছিল৷ ২০১৫ সালে আয়োজক অষ্ট্রেলিয়া জিতেছিল৷ এ বার ইংল্যাণ্ডের বিশ্বকাপ জেতার দারুণ সম্ভাবনা রয়েছে৷’’ তবে তার মানে ইংল্যাণ্ডেরই যে বিশ্বকাপ জিতবে, তা বলছেন না তিনি৷ প্রাক্তন জাতীয় অধিনায়ক বলেছেন, ‘‘বিশ্বকাপ জেতার এ বার দারুণ সুযোগ রয়েছে ইংল্যাণ্ডের সামনে৷’’
ইংল্যাণ্ডের বিরুদ্ধেই একদিনের ফরম্যাটে অভিষেক হয়েছিল গাওস্করের৷ ৫০ ওভারের ক্রিকেটে তাঁর ম্যাচও ইংল্যাণ্ডের বিরুদ্ধে৷ বিশ্বে তিনিই প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ১০,০০০ রান করেন৷ খেলা ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি৷ ৩০শে মে ইংল্যাণ্ডে শুরু আফ্রিকা বিরুদ্ধে৷ টিম ইন্ডিয়াকেও কাপের অন্যতম দাবিদার বলে মনে করছে ক্রিকেট মহল৷ চলতি বছরের গোড়ায় অষ্ট্রেলিয়া ও নিউজিল্যাণ্ড থেকে সিরিজ জিতে এসেছে বিরাট কোহলির দল৷ এখন দেখার পালা বিশ্বকাপে কি করবে?