বাবা নাম কেবলম কীর্ত্তন ও সদাব্রত অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেদিনীপুর পৌরসভা পরিচালিত জনকল্যাণ ভবনে ( কেন্দ্রীয় বাস স্ট্যাণ্ডে) শ্রী পঞ্চমী তিথিতে, ১৪ই ফেব্রুয়ারি আনন্দমার্গ প্রচারক সংঘের মেদিনীপুর ইউনিটের পক্ষ থেকে প্রভাত সঙ্গীত, ১ঘণ্টা ব্যাপী বাবা নাম কেবলম কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ পূর্বে দেওয়া কথা অনুযায়ী অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের কীর্ত্তন শোণানোর যে অঙ্গীকার করা হয়েছিল তা রাখতে ইউনিটের জনা কুড়ি আনন্দমার্গী সাথে দিদি আনন্দ বিভূকণা উপস্থিত ছিলেন৷ কীর্ত্তনের মধুর সুরে উপস্থিত সকলেই বিভোর হয়ে যান৷ ঈশ্বর প্রণিধান এর পর’ ভক্তিরস ও কীর্ত্তন মহিমা’ গ্রন্থ থেকে শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর কীর্ত্তনের উপর দেওয়া একটি প্রবচন পাঠ করেন শ্রী রঞ্জিত কুমার ঘোষ মহাশয়৷ বাবা নাম কেবলম কীর্ত্তন এর উপর সংক্ষেপে বলেন শ্রী অসিত কুমার দত্ত৷ সবশেষে ঐ ভবনে বসবাসকারী সকলকে ফলমূল,বিস্কুট, মিষ্টি ইত্যাদি বিতরণ করা হয় ভূক্তি প্রধান শ্রী শুভাশীষ সাহুর পরিচালনায়৷ কীর্ত্তন পরিবেশন করেন মেদিনীপুর হরিপরিমণ্ডল গোষ্ঠীর মহিলা সদস্যাবৃন্দ - মমতা পাল ,সোমা পাত্র, শোভা দাস, অপর্ণা দত্ত, মণিকা দে ,পারুল বালা সাধু, ইলা রানী পাত্র,কল্পনা গিরি প্রমুখ ---সঙ্গে খোলবাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী মিলন দাস৷