‘বাদ্য বীথিকা’ শোণাবে লুপ্ত প্রায় দেশীয় বাদ্যযন্ত্রের আওয়াজ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

আদিবাসী সম্প্রদায়ের মানুষ প্রায় শতবর্ষ আগে একধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে নিজেদের বৈঠক ডাকতেন৷ এটা একধরনের বিরাট আকারের ঢোল৷ এই ঢোল বাজিয়েই নিজেদের মধ্যে বার্র্তর আদান প্রদান করত৷ বিভিন্ন রাজ্যের বিভিন্ন ধরণের পুরোনো বাদ্যযন্ত্রের সংগ্রহ নিয়ে শুরু হয়েছে সল্টলেকের পূর্বাঞ্চল আঞ্চলিক কেন্দ্র ‘বাদ্য বীথিকা’ মিউজিয়ামে৷

দেশের থেকে হারিয়ে যাওয়া প্রায় ১২০০ ধরনের বাদ্যযন্ত্র আছে মিউজিয়ামটিতে৷ সুন্দর সাজানো গোছানো মিউ- জিয়ামের অধিকর্তা আশীষ গিরি জানালেন খুব শীঘ্রই মিউজিয়ামটি ডিজিটাইজ হতে যাচ্ছে৷ প্রতিটি বাদ্যযন্ত্রের পাশে একটি বোতাম থাকবে৷ সেটি টিপলেই বাদ্যযন্ত্র সম্পর্কে তথ্য পাওয়া যাবে৷ পাশাপাশি সেইযন্ত্রের আওয়াজও শোনা যাবে৷

পশ্চিমবঙ্গ সহ অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, ওড়িষা মনিপুর, নাগাল্যাণ্ড ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে হারিয়ে যাওয়া নানা রকমের বাদ্যযন্ত্র ত্রাণ এই মিউজিয়ামে রাখা হয়েছে৷