হার না মানা ৮০ শতাংশ শারিরীক প্রতিবন্ধী তরুণীর নাম কঙ্কাবতী৷ যিনি সম্প্রতি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আইনের এল.এল.বি ডিগ্রী কোর্সের পরীক্ষায় বাঁধার দুর্জয় প্রাচীর ভেঙ্গে ১০০ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে৷ করেছেন অনন্য নজির স্থাপন৷
বাবাকে হারিয়েছিলেন দেড় বছর বয়সের আগেই৷ তিন মেয়েকে নিয়ে অথৈ জলে পড়া মা’র শুরু হয়েছিল দাঁতে দাঁত চেপে জীবন সংগ্রাম---তিন মেয়েকে মানুষ করার লড়াই৷ আর তা করতে গিয়ে কঙ্কাবতীর বিধবা মাকে ধান সেদ্ধ করে, অন্যের জমিতে মজুরী করে বাঁচার রসদ যোগাড় করতে হয়৷ ছিটে বেড়ার ছোট ঘরে এ্যাসবেস্টরের চালে মা ও মেয়ের বর্তমান সংসার৷ দুই দিদির বিয়ে হয়ে গেছে৷ নিত্যসঙ্গী অভাব৷ কঙ্কাবতী নিজেও সুস্থভাবে হাঁটাচলা করতে পারে না৷ দুই হাত ও এক পায়ে কাজ করার ক্ষমতা নেই৷
মনের অদম্য ইচ্ছা ও অধ্যবসায়ের জেরে একজন মানুষ কতদূর যেতে পারে তার দীপ্ত উদাহরণ হতে পারে কঙ্কাবতী মালিক---হুগলীর খানাকুলের তাঁতিশালের বাসিন্দা অপরিসীম দারিদ্র্য ও শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আইনের স্নাতক স্তরের পরীক্ষায় চারটি বিষয় ৬৪০ নম্বরের মধ্যে ৬৪০ নম্বরই পেয়েছেন কঙ্কাবতী৷