বাকুলদায় অখণ্ড কীর্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১২/০১/২০২৫, রবিবার, পাঁশকুড়ার বাকুলদায় সমীর ও কৃষ্ণা মাজির নবনির্মিত বাসভবনে গৃহপ্রবেশ উপলক্ষে ২৪ ঘণ্টাব্যাপী অখণ্ড বাবা নাম কেবলম নাম সংকীর্তন ও তত্ত্বসভার আয়োজন করা হয়েছিল৷ পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর থেকে বহু মার্গী উপস্থিত হয়েছিলেন৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত৷ এছাড়াও সুবোধানন্দ দাদা, রবীশানন্দ দাদা, স্মৃতিসুধা দিদি, প্রীতিসুধা দিদি, বিভুকনা দিদি, পৃর্ণপ্রাণা দিদি প্রমুখ শ্রদ্ধেয় দাদা-দিদিরা সারাক্ষণ উপস্থিত ছিলেন এবং কীর্তন ও মাঙ্গলিক অনুষ্ঠানে সর্বপ্রকার সহযোগিতা করেছেন৷ অনুষ্ঠান শেষে নারায়ণ সেবার ব্যবস্থা ছিল৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী অনন্ত কুমার গোস্বামী৷